বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। গত আসরের চার দলের সঙ্গে নতুন করে তিন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে এবার। শক্ত দল গড়তে সাত ফ্র্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।
দ্বিতীয় সেটে এসে প্রথমেই দল পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গিয়েছেন তামিম ইকবালের দল বরিশালে। সৌম্য সরকার যাচ্ছেন রংপুর রাইডার্সে। অভিজ্ঞ ইমরুল কায়েস কুমিল্লা পর্ব শেষ করে যাচ্ছেন খুলনায়। রহস্য স্পিনার আলিস আল ইসলামকে দলে নিয়েছে চিটাগাং কিংস।
সেট ২, রাউন্ড ১
নাজমুল হোসেন শান্ত- ফরচুন বরিশাল
মুকিদুল ইসলাম মুগ্ধ -ঢাকা ক্যাপিটালস
সৌম্য সরকার – রংপুর রাইডার্স
খালেদ আহমেদ – চিটাগাং কিংস
ইমরুল কায়েস – খুলনা টাইগার্স
আল-আমিন হোসেন – সিলেট স্ট্রাইকার্স
ইয়াসির আলী চৌধুরী – দুর্বার রাজশাহী
সেট ২, রাউন্ড ২
সাব্বির হোসেইন – দুর্বার রাজশাহী
আরাফাত সানি – সিলেট স্ট্রাইকার্স
মাহিদুল অঙ্কন – খুলনা টাইগার্স
আলিস আল ইসলাম – চিটাগাং কিংস
রাকিবুল হাসান জুনিয়র – রংপুর রাইডার্স
আবু জায়েদ চৌধুরী রাহি – ঢাকা ক্যাপিটালস
রিপন মন্ডল – ফরচুন বরিশাল