নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে কোরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীরা প্রায় পাঁচ শতাধিক পবিত্র কোরআন শরিফ বিনামূল্যে বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আহমেদ আবদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মোরশেদ আলম বলেন,“যারা কোরআনের প্রোগ্রাম বন্ধ করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না। ইতিহাস সাক্ষী, কোরআনের বিরোধিতাকারীরা সফল হয়নি। আজকের তরুণ প্রজন্ম কোরআনের আলোয় আলোকিত হয়ে এগিয়ে যেতে চায়।”
অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম বলেন,“শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত হওয়া উচিত। শিবিরের এ ধরনের কর্মসূচি তরুণদের মধ্যে নৈতিক চেতনা ও ধর্মীয় অনুপ্রেরণা জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
একজন শিক্ষার্থী বলেন,“এ ধরনের উদ্যোগ আমি প্রথম দেখলাম। খুব ভালো লেগেছে, আমিও একটি কোরআন নিয়েছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি.সি. কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মো. মাসুম বিল্লাহসহ জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
পাঁচ শতাধিক কোরআন বিতরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বাগেরহাট প্রতিনিধি













