মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশু কন্যা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে।গ্রাম্য শালিসে ব্যর্থতা, অভিযুক্তকে গ্রেফতারে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলমান।
এ ঘটনায় শিশুটির প্রতিবেশী ও সম্পর্কে ‘মামা’ মোঃ রানা (১৯)-এর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়ভাবে মীমাংসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত পলাতক। তাকে দ্রুত গ্রেফতারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে সিংড়া থানাধীন ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামে ভিকটিমদের নিজ বাড়িতে।
ভিকটিম ৯ বছরের শিশুর পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্ত মোঃ রানা (পিতা: মৃত সেলিম) বাড়িতে প্রবেশ করে। অভিযুক্ত রানা শিশুটিকে লুডু খেলার কথা বলে তার ভাই নিজাম উদ্দিনের ঘরে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত শিশুটির ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসার আগেই অভিযুক্ত রানা দ্রুত ঘর থেকে পালিয়ে যায়।
অভিযুক্ত মোঃ রানা একই পাড়ার বাসিন্দা হওয়ায় ভিকটিম শিশুটি তাকে ‘মামা’ বলে ডাকত। এই সম্পর্কের সুযোগ নিয়েই সে এমন ঘৃণ্য অপরাধ করেছে।
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এরপর ভিকটিমের মা বাদী হয়ে গত ০৯ অক্টোবর ২০২৫ তারিখে সিংড়া থানায় অভিযুক্ত রানার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে সিংড়া থানা পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) এর একাধিক দল তার সম্ভাব্য সকল ঠিকানায় জোরদার অভিযান অব্যাহত রেখেছে।
এলাকার সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএস














