বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালি হোসানিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদের মনোয়ন কেনায় ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকির অভিযোগে উঠেছে। এঘটনায় শনিবার (১৮ অক্টোবর) অবিভাবক সদস্য পদে মনোনয়ন কেনা মোঃআব্দুস সালাম কচুয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী আব্দুস সালাম বলেন, আমি টেংরাখালী হোসানিয়া আলিম মাদ্রাসার ছাত্র অভিভাবক নির্বাচনে অভিভাবক সদস্য পদের মনোয়ন ফরম ক্রয় করি। এ মনোয়ন প্রত্যাহার করার জন্য শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেংরাখালি গ্রামের সোহায়েব আকন, মো এনায়েত হোসেন, মো সুমন, মো সিদ্দিক শেখ আমার বাড়িগতে এসে আমাকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে ভয়ভীতি দেখায় ও গালিগালাজ করে। মনোনয়ন পত্যাহার না করলে প্রাণ নাশের হুমকির দেয়।
এদিকে শিক্ষক প্রতিনিধি পদের মনোয়নপত্র ক্রয় করা ওই মাদরাসার সহকারি শিক্ষক আব্দুর রশীদ এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছেন, তাকে মনোনয়ন পত্র পত্যাহারে বাধ্য করা হয়েছে। তার মনোনয়ন পত্র বহাল রাখার দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, শিক্ষক প্রতিনিধি পদে যাতে নির্বাচন না করতে পারি সেজন্য প্রতিষ্ঠান থেকে রাস্তায় ডেকে এনে সোহায়েব আকন ও মোঃএনায়েত হোসেন আমাকে মারধর ও লাঞ্চিত করে। আমি এর বিচার দাবি করছি।
এমএস














