শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে “তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় শরীয়তপুর জেলা হেযবুত তাওহীদের কার্যালয়ে এই সভার আয়োজন করে সংগঠনটি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবা।
তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা অন্যায়, অবিচার, বৈষম্য, দুর্নীতি এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও রাষ্ট্র নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু কার্যকর কোনো সমাধান আজও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন,মানুষের তৈরি ব্যবস্থার সংস্কার করে সমাজের সংকটের সমাধান সম্ভব নয়। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থার আলোকে পরিচালিত সমাজই পারে স্থায়ী শান্তি, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে। রাসুলুল্লাহ (সা.) ও তাঁর সাহাবিগণ এই ব্যবস্থাকে বাস্তবে প্রতিষ্ঠা করে মানবজাতিকে শত শত বছর ন্যায় ও শান্তির পথে পরিচালিত করেছিলেন। ইসলাম কেবল ব্যক্তিজীবনের নির্দেশনাই দেয় না, বরং রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ দিকনির্দেশনাও প্রদান করেছে।
হেযবুত তাওহীদ সেই আল্লাহপ্রদত্ত বিধান ও নীতির ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা কীভাবে গঠন করা যায়, তা যুগোপযোগী রূপে সমাজের সামনে উপস্থাপন করছে।
দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র কার্যকর বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর মুক্ত আলোচনা পর্বে অংশ নেন শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তারা তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. বায়জিদ মালত এবং সঞ্চালনা করেন জেলা দপ্তর সম্পাদক ডলি আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের বরিশাল বিভাগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফ মো. আলী আহসান, শরীয়তপুর জেলা হেযবুত তাওহীদের সহ-সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার বেপারী, নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার মিতু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের বি. এম. ইস্রাফিল, দৈনিক সমকালের সোহাগ খান সুজন, নিউজ ২৪-এর বিধান মজুমদার অনি, সময়ের আলোর শফিকুল ইসলাম স্বপন, দেশ টিভির রফিকুল ইসলাম আকাশ, যমুনা টিভির এস. এম. শাকিল, ইন্ডিপেনডেন্ট টিভির সগির হোসাইন, বাংলা টিভির নয়ন দাস, সময়ের কণ্ঠস্বরের বিপ্লব হাসান হৃদয়, দৈনিক কালবেলার খান মোহাম্মদ সিহান সহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
এমএস















