ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত ,আক্রান্ত ২ নাটোরে রাতের বেলা বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি – নথিপত্র লুট চোখের আলো ফেরাতে মার্কিন নাগরিকের উদ্যোগ শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার যত উপকার, সারবে সর্দি-কাশিসহ নানা রোগ ৯ ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪ স্নাতক পাসে ওয়ান ব্যাংক পিএলসিতে চাকরি, নিয়োগ নেবে ৫০ জন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিজবুল্লাহ ‘সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত’, নতুন প্রধানকে হুঁশিয়ারি দিল ইসরাইল নেতানিয়াহুর জন্য হুমকি এরদোয়ানের রমজানে ঢাকার ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি হবে ডিম-মুরগি ও কৃষিজাতপণ্য

বছর শেষে সাফল্যের শীর্ষে নারী ফুটবল দল

ছবিঃ সংগৃহীত

২০২৪ শেষ হতে আর মাত্র একদিন বাকি। এবছর বাংলাদেশ ঘটেছে নানান ঘটনা। বছর জুড়ে ফুটবলে পেয়েছে উল্লেখযোগ্য কিছু সাফল্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এসেছে পরিবর্তন। আজ এসব নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে।

“শোনো নারী,তুমি চাইলেই পারো সব|চোখ বুজে কেন?|কেন রবে মুখ চেপে আঁচলে|তোমরাই তো জলতরঙ্গে সুর-তাল-লয় এনেছো”….. যেখানে পুরুষরা ব্যর্থ, সেখানে নারীরা সফল। ২০২৪ সালের ফুটবলের সাফল্যের কথা বলছি। পুরুষ দল যেখানে বার বার মুখ থুবড়ে পড়ছে, আসছে না কোন সাফল্য, সেখানে নারী ফুটবলে দলের সাফল্য সত্যিই তাক লাগিয়ে দেয়ার মতো।

এবছর মেয়েদের ফুটবলে সাফল্যের মুকুটে যুক্ত হয়ে সাফের দ্বিতীয় শিরোপা। ফাইনালে নেপাল নারী দলকে ২-১ গোলে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রেখেছে সাবিনা- ঋতুপর্ণারা। শিরোপা জয়ের পর মেসির মতো করে উদযাপনে মেতেছিলেন বাংলাদেশের মেয়েরা।এর আগে ২০২২ সালে একই প্রতিপক্ষকে একই স্টেডিয়ামে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিলো লাল-সবুজের বাঘিনীরা।

সাফের শিরোপাতেও পুরুষ দলের তুলনায় ডের এগিয়ে নারী দল। পুরুষ দলের সাফ শিরোপো ১ টি ,সেখানে নারী দলের ২ টি শিরোপা অর্জন। পুরুষ দলের শিরোপা-টি এসেছিলো

অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের অধীনে প্রথম ও শেষ বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ নিজেদের করে নিয়েছিলেন২০০৩ সালে। দীর্ঘ ২১ বছর ধরে শিরোপা খরায় রয়েছে পুরুষ ফুটবল দল।

এ বছর বয়সভিত্তিক ফুটবলে তিনটি শিরোপা জিতেছে বাংলাদেশ – মেয়েদের অনুর্ধ্ব ১৬ সাফ , অনুর্ধ্ব ১৯ সাফ ও ছেলেদের অনুর্ধ্ব ২০ সাফ।

২০২৪ সালে মাঠে জামাল -তপুদের প্রাপ্তির তুলনায় ডের এগিয়ে সাবিনা- ঋতুপর্ণারা। ম্যাচ পরিসংখ্যানে পুরুষ জাতীয় দল ৮ টি আর্ন্তজাতিক ম্যাচেরে বিপরীতে ২ টি জয় ও ৬ টি হার। মেয়ের জাতীয় দল ৮ টি ম্যাচের বিপরীতে ৫ টি জয়,১ ড্র ও ২টি হার।

সাফ শিরোপা জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৩৯ তম স্থান থেকে ১৩২ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ লাল- সবুজে নারী ফুটবল দল। নারী দলের চেয়ে পিছিয়ে রয়েছে পুরুষ ফুটবল দল। সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ১৮৬ থেকে ১৮৫তম স্থান রয়েছে।

বছর শেষ দিকে ফুটবলে বড় সুখবর এসেছে ফিফা থেকে। লাল-সবুজের জার্সিতে খেলার অনুমতি পেয়েছে ইউরোপীয় লীগ লেস্টার সিটির হয়ে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। হামজার আগমনে ফুটবলে সুদিনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীরা। হামজা মতো আরো প্রবাসী ফুটবলার লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করার অপেক্ষায় রয়েছে।

খেলার মাঠ থেকে মাঠের বাহিরেও এসেছে বড় পরিবর্তন।২০০৮ থেকে ২০২৪ দীর্ঘ ১৭ বছরে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দীনের অধ্যায়ের সমাপ্তি। ২৬ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ১২৩ ভোট পেয়ে বাফুফের ‘সভাপতি’ নির্বাচিত হন সাবেক ফুটবলার তাবিথ আওয়াল। বাংলাদেশ ফুটবল দর্শকরা বাফুফের সভাপতি তাবিথ আওয়াজ মাধ্যমে ফুটবলের ইতিবাচক পরিবর্তন ব্যক্ত করতেছেন।

রাজু আহমেদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ভারতে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত ,আক্রান্ত ২

বছর শেষে সাফল্যের শীর্ষে নারী ফুটবল দল

আপডেট সময় : ০৫:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

২০২৪ শেষ হতে আর মাত্র একদিন বাকি। এবছর বাংলাদেশ ঘটেছে নানান ঘটনা। বছর জুড়ে ফুটবলে পেয়েছে উল্লেখযোগ্য কিছু সাফল্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এসেছে পরিবর্তন। আজ এসব নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে।

“শোনো নারী,তুমি চাইলেই পারো সব|চোখ বুজে কেন?|কেন রবে মুখ চেপে আঁচলে|তোমরাই তো জলতরঙ্গে সুর-তাল-লয় এনেছো”….. যেখানে পুরুষরা ব্যর্থ, সেখানে নারীরা সফল। ২০২৪ সালের ফুটবলের সাফল্যের কথা বলছি। পুরুষ দল যেখানে বার বার মুখ থুবড়ে পড়ছে, আসছে না কোন সাফল্য, সেখানে নারী ফুটবলে দলের সাফল্য সত্যিই তাক লাগিয়ে দেয়ার মতো।

এবছর মেয়েদের ফুটবলে সাফল্যের মুকুটে যুক্ত হয়ে সাফের দ্বিতীয় শিরোপা। ফাইনালে নেপাল নারী দলকে ২-১ গোলে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রেখেছে সাবিনা- ঋতুপর্ণারা। শিরোপা জয়ের পর মেসির মতো করে উদযাপনে মেতেছিলেন বাংলাদেশের মেয়েরা।এর আগে ২০২২ সালে একই প্রতিপক্ষকে একই স্টেডিয়ামে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিলো লাল-সবুজের বাঘিনীরা।

সাফের শিরোপাতেও পুরুষ দলের তুলনায় ডের এগিয়ে নারী দল। পুরুষ দলের সাফ শিরোপো ১ টি ,সেখানে নারী দলের ২ টি শিরোপা অর্জন। পুরুষ দলের শিরোপা-টি এসেছিলো

অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের অধীনে প্রথম ও শেষ বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ নিজেদের করে নিয়েছিলেন২০০৩ সালে। দীর্ঘ ২১ বছর ধরে শিরোপা খরায় রয়েছে পুরুষ ফুটবল দল।

এ বছর বয়সভিত্তিক ফুটবলে তিনটি শিরোপা জিতেছে বাংলাদেশ – মেয়েদের অনুর্ধ্ব ১৬ সাফ , অনুর্ধ্ব ১৯ সাফ ও ছেলেদের অনুর্ধ্ব ২০ সাফ।

২০২৪ সালে মাঠে জামাল -তপুদের প্রাপ্তির তুলনায় ডের এগিয়ে সাবিনা- ঋতুপর্ণারা। ম্যাচ পরিসংখ্যানে পুরুষ জাতীয় দল ৮ টি আর্ন্তজাতিক ম্যাচেরে বিপরীতে ২ টি জয় ও ৬ টি হার। মেয়ের জাতীয় দল ৮ টি ম্যাচের বিপরীতে ৫ টি জয়,১ ড্র ও ২টি হার।

সাফ শিরোপা জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৩৯ তম স্থান থেকে ১৩২ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ লাল- সবুজে নারী ফুটবল দল। নারী দলের চেয়ে পিছিয়ে রয়েছে পুরুষ ফুটবল দল। সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ১৮৬ থেকে ১৮৫তম স্থান রয়েছে।

বছর শেষ দিকে ফুটবলে বড় সুখবর এসেছে ফিফা থেকে। লাল-সবুজের জার্সিতে খেলার অনুমতি পেয়েছে ইউরোপীয় লীগ লেস্টার সিটির হয়ে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। হামজার আগমনে ফুটবলে সুদিনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীরা। হামজা মতো আরো প্রবাসী ফুটবলার লাল-সবুজের জার্সিতে প্রতিনিধিত্ব করার অপেক্ষায় রয়েছে।

খেলার মাঠ থেকে মাঠের বাহিরেও এসেছে বড় পরিবর্তন।২০০৮ থেকে ২০২৪ দীর্ঘ ১৭ বছরে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দীনের অধ্যায়ের সমাপ্তি। ২৬ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ১২৩ ভোট পেয়ে বাফুফের ‘সভাপতি’ নির্বাচিত হন সাবেক ফুটবলার তাবিথ আওয়াল। বাংলাদেশ ফুটবল দর্শকরা বাফুফের সভাপতি তাবিথ আওয়াজ মাধ্যমে ফুটবলের ইতিবাচক পরিবর্তন ব্যক্ত করতেছেন।

রাজু আহমেদ/এমএস