শ্রীলঙ্কা সফরে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই সামনে নতুন চ্যালেঞ্জ- পাকিস্তান। আসন্ন তিন ম্যাচের হোম সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ স্কোয়াডে কোনো পরিবর্তন আসেনি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বিসিবি ঘোষিত দলে শ্রীলঙ্কা সিরিজের প্রতিটি খেলোয়াড়ই জায়গা ধরে রেখেছেন। আর তার অন্যতম কারণ, সে সিরিজে টাইগারদের পারফরম্যান্স। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুক্ত করেছে নতুন অধ্যায়।
এই স্কোয়াডে লিটন দাসের নেতৃত্বে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমন, যারা গত সিরিজে রানের দেখা পেয়েছেন। তিনে ব্যাট করতে নামা লিটন দাসও ছিলেন দুর্দান্ত ফর্মে। মিডল অর্ডারে হৃদয়, শামিম ও জাকের আলী অনিকের পারফরম্যান্স আস্থার জায়গা তৈরি করেছে।
বোলিং ইউনিটেও ছিল নজরকাড়া ছন্দ। তাসকিন, মোস্তাফিজ, শরীফুলদের পেস আক্রমণ এবং রিশাদ, নাসুম, মেহেদী মিরাজদের স্পিন সামর্থ্য পাকিস্তান সিরিজে বড় ভরসা হয়ে উঠতে পারে।
আগামী ২০ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইতোমধ্যে পাকিস্তান দল ঢাকায় এসে পৌঁছেছে এবং প্রস্তুতিও শুরু করেছে।
বাংলাদেশ দল এবার চায়, ঘরের মাঠে সমর্থকদের সামনে শ্রীলঙ্কা সিরিজের সাফল্যের ধারা অব্যাহত রাখতে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
কেকে