ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুদ্ধবিরতির এক সপ্তাহের মধ্যে মাঠে গড়াচ্ছে আইপিএল

আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই যেন ক্রিকেটভক্তদের মুখে হাসি ফিরেছে। এক সপ্তাহের মধ্যে আবার শুরু হতে যাচ্ছে কোটি টাকার টুর্নামেন্ট আইপিএল ২০২৫।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই টুর্নামেন্ট পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, যদিও হিমাচলের ধর্মশালায় আর কোনো ম্যাচ হবে না, বাকি শহরগুলোতে আগের পরিকল্পনা অনুযায়ী ম্যাচ চলবে।

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে মাত্র একদিন আগেই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। তবে আজ বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায়, ভারতীয় বোর্ড আর দেরি না করে দ্রুত আইপিএল ফেরানোর পথে হাঁটছে।

বিশ্বজুড়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে জড়িত বিদেশি খেলোয়াড়রা ইতিমধ্যে নিজ নিজ দেশে ফিরে গিয়েছিলেন। এখন তাদের আবার ভারতে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগে ছিলেন বিদেশি খেলোয়াড়রা। বিমানবন্দর বন্ধ হওয়ার গুজব, সীমান্ত উত্তেজনা—সব মিলিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে ভয় কাজ করছিল।

তবে ফ্র্যাঞ্চাইজিরা তাদেরকে আশ্বস্ত করেছে, এবং ভারত সরকারের ঘোষিত যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এক ফ্র্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে, ‘ওরা আতঙ্কিত ছিল, কিন্তু সেটা ছিল মূলত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়। এখন পরিস্থিতি পরিষ্কার, সবাই প্রস্তুতি নিচ্ছে ফিরে আসার।’

যুদ্ধের আবহে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। এবার সেই ম্যাচ আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে বাকি ম্যাচগুলোর সূচি কেমন হবে, তা ঠিক করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সব ফ্র্যাঞ্চাইজিকে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে কোনো ঝামেলা ছাড়াই আইপিএল আবার আগের রূপে ফিরতে পারে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকে অপছন্দ করা মানুষরাই দেশ চালাচ্ছে: মান্না

যুদ্ধবিরতির এক সপ্তাহের মধ্যে মাঠে গড়াচ্ছে আইপিএল

আপডেট সময় : ১০:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই যেন ক্রিকেটভক্তদের মুখে হাসি ফিরেছে। এক সপ্তাহের মধ্যে আবার শুরু হতে যাচ্ছে কোটি টাকার টুর্নামেন্ট আইপিএল ২০২৫।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই টুর্নামেন্ট পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, যদিও হিমাচলের ধর্মশালায় আর কোনো ম্যাচ হবে না, বাকি শহরগুলোতে আগের পরিকল্পনা অনুযায়ী ম্যাচ চলবে।

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে মাত্র একদিন আগেই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। তবে আজ বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায়, ভারতীয় বোর্ড আর দেরি না করে দ্রুত আইপিএল ফেরানোর পথে হাঁটছে।

বিশ্বজুড়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে জড়িত বিদেশি খেলোয়াড়রা ইতিমধ্যে নিজ নিজ দেশে ফিরে গিয়েছিলেন। এখন তাদের আবার ভারতে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগে ছিলেন বিদেশি খেলোয়াড়রা। বিমানবন্দর বন্ধ হওয়ার গুজব, সীমান্ত উত্তেজনা—সব মিলিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে ভয় কাজ করছিল।

তবে ফ্র্যাঞ্চাইজিরা তাদেরকে আশ্বস্ত করেছে, এবং ভারত সরকারের ঘোষিত যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এক ফ্র্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে, ‘ওরা আতঙ্কিত ছিল, কিন্তু সেটা ছিল মূলত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়। এখন পরিস্থিতি পরিষ্কার, সবাই প্রস্তুতি নিচ্ছে ফিরে আসার।’

যুদ্ধের আবহে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। এবার সেই ম্যাচ আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে বাকি ম্যাচগুলোর সূচি কেমন হবে, তা ঠিক করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সব ফ্র্যাঞ্চাইজিকে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে কোনো ঝামেলা ছাড়াই আইপিএল আবার আগের রূপে ফিরতে পারে।

কেকে