ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালের এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট

ছবি : সংগৃহীত

এশিয়ান গেমসের পরের আসরেও রাখা হয়েছে ক্রিকেট ইভেন্ট। গত সোমবার ৪১তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)।

জাপানের আইচি-নাগোয়ায় ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতাটি।

এশিয়ান গেমসে এনিয়ে চতুর্থবারের মতো দেখা যাবে ক্রিকেট। প্রথম দুইবার-২০১০ সালে চীনের গুয়াংঝু ও ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচেয়নে অনুষ্ঠিত আসরে ক্রিকেট ইভেন্টকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়নি।

৮ বছর পর, ২০২৩ সালে চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেট ফেরানো হয়। সেবার ম্যাচগুলোকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়া হয়।

২০২৩ সালে ক্রিকেট ইভেন্টে পুরুষ ক্যাটাগরিতে স্বর্ণ জিতে ভারত। আফগানিস্তান রূপা ও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পায়। নারীদের ক্যাটাগরিতেও ভারত ও বাংলাদেশ যথাক্রমে জেতে সোনা ও ব্রোঞ্জ। আর শ্রীলংকা জেতে রূপা।

দুই ক্যাটাগরিতে অংশ নেওয়া অন্য দেশগুলো ছিল- পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, মঙ্গোলিয়া, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও রাখা হয়েছে টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্ট। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে অংশ নেবে ৬টি করে দল। তবে কীভাবে দল বাছাই করা হবে, সেটা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট

আপডেট সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

এশিয়ান গেমসের পরের আসরেও রাখা হয়েছে ক্রিকেট ইভেন্ট। গত সোমবার ৪১তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)।

জাপানের আইচি-নাগোয়ায় ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতাটি।

এশিয়ান গেমসে এনিয়ে চতুর্থবারের মতো দেখা যাবে ক্রিকেট। প্রথম দুইবার-২০১০ সালে চীনের গুয়াংঝু ও ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচেয়নে অনুষ্ঠিত আসরে ক্রিকেট ইভেন্টকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়নি।

৮ বছর পর, ২০২৩ সালে চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেট ফেরানো হয়। সেবার ম্যাচগুলোকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেওয়া হয়।

২০২৩ সালে ক্রিকেট ইভেন্টে পুরুষ ক্যাটাগরিতে স্বর্ণ জিতে ভারত। আফগানিস্তান রূপা ও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পায়। নারীদের ক্যাটাগরিতেও ভারত ও বাংলাদেশ যথাক্রমে জেতে সোনা ও ব্রোঞ্জ। আর শ্রীলংকা জেতে রূপা।

দুই ক্যাটাগরিতে অংশ নেওয়া অন্য দেশগুলো ছিল- পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, মঙ্গোলিয়া, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।

২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও রাখা হয়েছে টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্ট। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে অংশ নেবে ৬টি করে দল। তবে কীভাবে দল বাছাই করা হবে, সেটা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

কেকে