সিলেট টেস্টের প্রথম দিনটি জিম্বাবুয়ের। ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেছে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের এই দেশটি।
বাংলাদেশ সফরে এসে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে স্বাগতিকদের ১৯১ রানে গুঁড়িয়ে দিয়ে দিনের একিবারে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করেছে জিম্বাবুয়ে।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৩২ রানে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।
সেই অবস্থা থেকে দলকে উত্তরণের চেষ্টা করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ৬৬ রানের জুটি গড়েন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেটে হারাতে থাকা বাংলাদেশ দলের হাল ধরেন মিডঅর্ডার ব্যাটসম্যান জাকের আলি অনিক।
এমএস