ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নিলো বিসিবি

ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বেশ সমালোচিত হতে হয়েছে বিসিবিকে। তাই নতুন করে আর সমালোচিত না হতে ও বিপিএলে বিদেশি ক্রিকেটার টানতে সকল দায়িত্ব এখন থেকে নিজেদের কাঁধে নিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির এই উদ্যোগের কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছেন, এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের দায়িত্ব নেবে বোর্ড। এ ব্যাপারে বিদেশি ক্রিকেটারদের নিয়ে জটিলতা এড়াতে তিনটি উদ্যোগের কথাও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

প্রথমত, বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা। বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে বিসিবি।

দ্বিতীয়ত, সার্বিক লজিস্টিক্যাল সহায়তা। বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজেদের গন্তব্যে পৌঁছানোর সব লজিস্টিক্যাল বিষয় তত্ত্বাবধান করা হবে।

তৃতীয়ত, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নততর করা। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে ও আরও নিয়ন্ত্রিত আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করা হবে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নিলো বিসিবি

আপডেট সময় : ১০:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

সদ্য শেষ হওয়া এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বেশ সমালোচিত হতে হয়েছে বিসিবিকে। তাই নতুন করে আর সমালোচিত না হতে ও বিপিএলে বিদেশি ক্রিকেটার টানতে সকল দায়িত্ব এখন থেকে নিজেদের কাঁধে নিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির এই উদ্যোগের কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছেন, এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের দায়িত্ব নেবে বোর্ড। এ ব্যাপারে বিদেশি ক্রিকেটারদের নিয়ে জটিলতা এড়াতে তিনটি উদ্যোগের কথাও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

প্রথমত, বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা। বিপিএল ড্রাফটে থাকা খেলোয়াড়দের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময়মতো পরিশোধের দায়িত্ব নেবে বিসিবি।

দ্বিতীয়ত, সার্বিক লজিস্টিক্যাল সহায়তা। বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজেদের গন্তব্যে পৌঁছানোর সব লজিস্টিক্যাল বিষয় তত্ত্বাবধান করা হবে।

তৃতীয়ত, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আর্থিক প্রটোকল উন্নততর করা। খেলোয়াড়দের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত করতে ও আরও নিয়ন্ত্রিত আর্থিক প্রটোকল প্রতিষ্ঠা করা হবে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’

কেকে