ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিপিএলে লিটন-তানজিদের ইতিহাস গড়া রেকর্ড

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে জুটির রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১১তম আসরে এসে জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ঢাকা ক্যাপিটালসের এই দুই তারকা ওপেনার।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন ও তানজিদ।

রোববার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ঢাকা। ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন জাতীয় দলের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬০ গড়ে স্কোর বোর্ডে ৪২ রান জমা করেন দুই ওপেনার। ১০ ওভারের খেলা শেষে ঢাকার স্কোর বোর্ডে জমা হয় ১১.৫০ গড়ে ১১৫ রান। ১৫ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১.৮৬ গড়ে ১৭৮ রান।

রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৯.৩ ওভারে ২৪১ রানের রেকর্ড গড়েন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। এই জুটিতেই জোড়া সেঞ্চুরি তুলে নেন তারা।

বিপিএলের ২০১৩ সালের আসরে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১৯৭* রান করেছিলেন বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফিস ও নিউজিল্যান্ড তারকা লো ভিনসেন্ট। গত ১১ বছর তাদের সেই জুটির রেকর্ডটি অক্ষত ছিল। সেই ম্যাচে ৬৯ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০২ রান করেছিলেন শাহরিয়ার নাফিস।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

বিপিএলে লিটন-তানজিদের ইতিহাস গড়া রেকর্ড

আপডেট সময় : ০৯:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে জুটির রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ১১তম আসরে এসে জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ঢাকা ক্যাপিটালসের এই দুই তারকা ওপেনার।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেই রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন ও তানজিদ।

রোববার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ঢাকা। ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই রীতিমতো তাণ্ডব শুরু করেন জাতীয় দলের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬০ গড়ে স্কোর বোর্ডে ৪২ রান জমা করেন দুই ওপেনার। ১০ ওভারের খেলা শেষে ঢাকার স্কোর বোর্ডে জমা হয় ১১.৫০ গড়ে ১১৫ রান। ১৫ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১.৮৬ গড়ে ১৭৮ রান।

রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৯.৩ ওভারে ২৪১ রানের রেকর্ড গড়েন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। এই জুটিতেই জোড়া সেঞ্চুরি তুলে নেন তারা।

বিপিএলের ২০১৩ সালের আসরে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১৯৭* রান করেছিলেন বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফিস ও নিউজিল্যান্ড তারকা লো ভিনসেন্ট। গত ১১ বছর তাদের সেই জুটির রেকর্ডটি অক্ষত ছিল। সেই ম্যাচে ৬৯ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০২ রান করেছিলেন শাহরিয়ার নাফিস।

কেকে