ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শাহীন আফ্রিদি কি খেলবেন পুরো বিপিএল?

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার আরও শক্তিশালী স্কোয়াড গড়েছে। দেশি তারকাদের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক বিদেশি খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম হলেন পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদি। তবে, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রশ্ন আফ্রিদি কি পুরো আসর খেলবেন? উত্তর অবশ্য ভক্তদের হতাশ করবে।

জানা গেছে পুরো আসর না খেলে কেবল ১৫ জানুয়ারি পর্যন্তই বিপিএলে অংশ নিতে পারবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এড়িয়ে বিপিএল খেলার সিদ্ধান্তের কারণে পাকিস্তানের ক্রিকেটে শাহীনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই তাকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে, শাহীন সেই সময়ে বিপিএল খেলতে আসায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শাহীনকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। এই সময়ে বরিশালের পাঁচটি ম্যাচ খেলা হবে। ৯ জানুয়ারির পর বরিশালের পরবর্তী ম্যাচ রয়েছে ১৬ জানুয়ারি। ফলে, সিলেট পর্ব শেষে শাহীন খেলবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

পাকিস্তানের নির্বাচক প্যানেল শাহীনের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি ম্যাচ খেলার নির্দেশ সত্ত্বেও তিনি অংশ নেননি। বিষয়টি নির্বাচকদের কাছে অবাধ্য আচরণ বলে মনে হয়েছে। তবে, একই ম্যাচে বাবর আজমও খেলেননি, যদিও তিনি টেস্ট স্কোয়াডে রয়েছেন।

১৫ জানুয়ারির পর শাহীনের এনওসির মেয়াদ বাড়ানো হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে আপাতত ফরচুন বরিশাল এই বিশ্বমানের পেসারের কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স আশা করছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

শাহীন আফ্রিদি কি খেলবেন পুরো বিপিএল?

আপডেট সময় : ১১:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার আরও শক্তিশালী স্কোয়াড গড়েছে। দেশি তারকাদের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক বিদেশি খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম হলেন পাকিস্তানের পেস তারকা শাহীন শাহ আফ্রিদি। তবে, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রশ্ন আফ্রিদি কি পুরো আসর খেলবেন? উত্তর অবশ্য ভক্তদের হতাশ করবে।

জানা গেছে পুরো আসর না খেলে কেবল ১৫ জানুয়ারি পর্যন্তই বিপিএলে অংশ নিতে পারবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এড়িয়ে বিপিএল খেলার সিদ্ধান্তের কারণে পাকিস্তানের ক্রিকেটে শাহীনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই তাকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে, শাহীন সেই সময়ে বিপিএল খেলতে আসায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শাহীনকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে। এই সময়ে বরিশালের পাঁচটি ম্যাচ খেলা হবে। ৯ জানুয়ারির পর বরিশালের পরবর্তী ম্যাচ রয়েছে ১৬ জানুয়ারি। ফলে, সিলেট পর্ব শেষে শাহীন খেলবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

পাকিস্তানের নির্বাচক প্যানেল শাহীনের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি ম্যাচ খেলার নির্দেশ সত্ত্বেও তিনি অংশ নেননি। বিষয়টি নির্বাচকদের কাছে অবাধ্য আচরণ বলে মনে হয়েছে। তবে, একই ম্যাচে বাবর আজমও খেলেননি, যদিও তিনি টেস্ট স্কোয়াডে রয়েছেন।

১৫ জানুয়ারির পর শাহীনের এনওসির মেয়াদ বাড়ানো হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে আপাতত ফরচুন বরিশাল এই বিশ্বমানের পেসারের কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স আশা করছে।

কেকে