ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সোমবার (২১ অক্টোবর) রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে আল হিলালের এ তারকা মাঠে নামেন। গোল করতে পারেননি বা গোল করাতেও পারেননি তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল। ৫-৪ গোলে জয় পেয়েছে আল হিলাল।
এ জয়ের ফলে আল হিলাল চ্যাম্পিয়ন্স লিগে নেতৃত্ব দিচ্ছে। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯। আল আইনের পয়েন্ট মাত্র ১। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর চতুর্থ স্থানে রয়েছে। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে। ফলে তাদের পক্ষে শীর্ষে ওঠা এখনই সম্ভব হচ্ছে না।
গত বছর আগস্টে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। হাঁটুর চোটে পড়ার আগে ক্লাবটির হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেন। এ ম্যাচে ৭৭ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার। মাঠে নেমেই একটা গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু আল আইনের গোলরক্ষক দারুণ দক্ষতায় তার চেষ্টা নস্যাৎ করে দেন। ম্যাচে যোগ করা সময়ে তিনি একটা সুযোগ পেয়েছিলেন। তাও কাজে লাগাতে পারেননি তিনি।
দুর্ভাগ্য আল আইনের সোফিয়ানে রাহিমির। হ্যাটট্রিক করেও জয়ের আনন্দ নিতে পারেননি। অন্যদিকে আল হিলালের জয়ের আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছিল লাল কার্ডের খাড়ায়। ৮২ মিনিটে আলী আল বুলাইহি লাল কার্ড দেখেন।
নিহাদ সাজিদ