ঈদকে সামনে রেখে শুরু হয়েছিল মাদকের রমরমা ব্যবসা। দেওয়ানগঞ্জ উপজেলা কাঠার বিল বাজারের উওর পাশে মনির লাল চৌকিদার এর নিজ বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে গত ২২/০৫/২০২৫ ইং তারিখে রোজ (বৃহস্পতিবার) রাতে প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ সহ ৩ জন পুরুষ।
৪ জন নারীসহ গ্রেফতার – ৭ জন
- আটককৃতরা হলেন-
০১। নামঃ ভানুরবি দাস(২৮)পিতাঃ বিশুয়ারবি দাসগ্রামঃ শেরাতলি ০২। নামঃদিপ চান( ৩১)পিতাঃ রহন রবি দাস গ্রামঃ উত্তর কাঠার বিল।
০৩। নামঃ সুবাস(১৯) পিতাঃ রামদুলার গ্রামঃউত্তর কাঠার বিল ০৪। নামঃ রুকুমনি (২২) স্বামীঃ সুশীল রবিদাস গ্রামঃ উত্তর কাটার বিল ০৫। নামঃ শিখা দাস(৩০) স্বামীঃ কালার রবিদাস গ্রামঃ উত্তর কাটার বিল ০৬। নামঃ ফেলানি দাস (৫৫) স্বামীঃ মৃত ভুট্টু দাস গ্রামঃ উত্তর কাটার বিল ০৭। নামঃ পন্নী দাস (১৯) স্বামীঃ বিষ্ণু রবিদাস গ্রামঃ উত্তর কাটার বিল
সর্ব-থানা দেওয়ানগঞ্জ ও সর্ব জেলা জামালপুর। - পলাতক ৩ আসামি
১/ নামঃ মোঃ সুরুজ মিয়া (৩৫)পিতাঃ মৃত চান্দুলা শাহ। গ্রামঃ কাঠার বিল। ২/ নামঃ মোঃ সাদা মিয়া(৩৫) পিতাঃ শাহজামাল গ্রামঃ নয়া গ্রাম।
৩/নামঃ মোঃ লাবলু(৩১) পিতাঃ শহিদ জামান গ্রামঃউত্তর কাঠার বিল। সহ মোট আসামি ১০ জন।
জব্দকৃত মালামালের পরিমাণঃ
ক। বাংলা মদ পরিশোধিত =১১ লিটার ।
খ।অপরিশোধিত=৮৫ লিটার।
গ। চিটাগূর= ১০ কেজি(মদ তৈরির জন্য ব্যবহৃত)
জব্দকৃত মদ তৈরির উপকরণ তালিকাঃ
ক। সাদা জারিকেন ১০ লিটারের ০১ টি খ। চিটা গুর
গ। অপরিশোধিত মদের ব্যারেল -৭৫ লিটার ০১টি
ঘ। অপরিশোধিত মদের ১০ লিটারের সিলভার পাতিল ০১ টি ঙ। পরিশোধিত মদ ০২ লিটারের বোতল ০২ টি।
৯৬(ছিয়ানব্বই) লিটার প্রস্তুতকৃত দেশীয় চোলাই মদ ও ওয়াশ তৈরীর উপকরণ জব্দ করা হয়। অভিযানকালে মদ, মদ তৈরীর উপকরণ, তৈরীর কাজে ব্যবহৃত উপাদান ও সংরক্ষনের কাজে ব্যবহৃত ড্রাম, হাড়ি, পাতিল, কলস ও বোতলসহ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোঃ আব্দুস সামাদ এর কাছে আটককৃত আসামিদের হস্তান্তর করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
এমএস