ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি গঠন হবে : সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ নাটেরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

মোংলায় জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ আবু সাইদ খানের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

মোঃ আবু বকর সিদ্দিকম মোংলা:

মোংলার ৩ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি এবং শিক্ষক ইউনিটের সভাপতি জামায়াত নেতা ও টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাইদ খানের গ্রামের বাড়ি এবং ঘের লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মামলার কপি থেকে জানা যায় যে, বাব দাদার আমল থেকে দীর্ঘ বছর ধরে বৈধ কাগজপত্র এবং আপোষ বন্টন এর মাধ্যমে বাগেরহাট জেলার মোংলা থানাধীন ১১ নং চিলা মৌজার বি,আর,এস ৮০ নং খতিয়ানে ৪৩৩৬ দাগে ০.২৩ একর এবং বি,আর,এস ৪৪২ নং খতিয়ানে ৪৩৩৬ দাগে ০.৩৩ একর ৪৩৩৮ দাগে ০.৪৮ একর ৪৪৭৯ দাগে ৫৬ একর ৪৪৮০ দাগে ১.২৯ একর, সর্বমোট ২.৮৯ একর নালিশী সম্পত্তি ভোগ দখল করে আসছে মোংলা সরকারি টি, এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ খান। ৫ আগস্টের পরে তার এই সম্পত্তি এবং মৎস্য ঘেরের ওপর লোলুপ দৃষ্টি পড়ে মোংলা দক্ষিণ চিলা বৌদ্ধমারী বাজার সংলগ্ন এলাকার মতিয়ার খান (৬৪) সহ তার লাঠিয়াল বাহিনীর। ৮ জানুয়ারী (২০২৫) বুধবার বিকাল ৫ টায় তার বাড়ির সম্পত্তি এবং ১৯ জানুয়ারী (২০২৫) সকাল ১০টায় তার মৎস্য ঘেরে পৃথক ভাবে দক্ষিণ চিলা বৌদ্ধমারী এলাকার মৃত ছবেদ আলীর ছেলে মোংলা সরকারি টি, এ, ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু সাঈদ খানের বাড়ীর বেড়া ভেঙ্গে তার বাড়ি দখল ও বাড়ির মধ্যে থাকা মালামাল এবং মৎস্য ঘের লুটপাট চালায়। এ সময়ে ঘেরে থাকা মাছ লুটপাট করে নিয়ে যায় ওই মতিয়ার বাহিনী।

এ ব্যাপারে আবু সাঈদ খান বাদী হয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় এবং ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে মোংলা থানার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন,তার দায়ের করা ওই মামলার মাধ্যমে জানা যায়, তার বাব দাদার আমল থেকে দীর্ঘ বছর ধরে আপোষ বণ্টনের মাধ্যমে বৈধ কাগজপত্র দিয়ে তার নিজ বাড়িতে বসবাস করে আসছে।

কিন্তু ৫ই আগস্টের পরে এলাকার চিহ্নিত লাঠিয়াল বাহিনীর সরদার মোঃ মতিয়ার (৬৪) এবং তার বাহিনীর সদস্য মোঃ ইসলাম খান (৩২) নজরুল খান (৪৫) ফিরোজ খান (৪০) আলামিন খান, সালমা (৩২) জয়নব বেগম (২৮) সালাউদ্দিন রবি (৩৮) এবং আলামিন খান মিলে তার দখলকৃত বেড়া ভেঙে দিয়ে বেড়া তৈরি করতে আসে এবং বাড়ির মধ্যে লোকজনের উপর অতর্কিতভাবে মতিয়ার গ্রুপ হামলা চালায় এবং মালামাল লুটের চেষ্টা করে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের হাত থেকে আবু সাঈদ খান সহ তার বাড়ির সদস্যদেরকে উদ্ধার করে । এ ব্যাপারে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, মতিয়ার খান এবং তার লাঠিয়াল বাহিনী খুবই ভয়ংকর, দাঙ্গাবাজ, পরসম্পদ লোভী, জনবলে বলিয়ান এবং লাঠিয়াল। অন্যের সম্পত্তি জোর করে ভোগ দখল করা তাহাদের নেশা ও পেশা। তারা আরো বলেন, অধ্যক্ষ আবু সাইদ খান একজন নিরীহ, সহজ সরল, নম্র, ভদ্র আইনের প্রতি শ্রদ্ধাশীল ভালো মানুষ। আমরা এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর ন্যায় বিচার দাবি করি।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

মোংলায় জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ আবু সাইদ খানের বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ

আপডেট সময় : ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

মোঃ আবু বকর সিদ্দিকম মোংলা:

মোংলার ৩ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি এবং শিক্ষক ইউনিটের সভাপতি জামায়াত নেতা ও টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাইদ খানের গ্রামের বাড়ি এবং ঘের লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মামলার কপি থেকে জানা যায় যে, বাব দাদার আমল থেকে দীর্ঘ বছর ধরে বৈধ কাগজপত্র এবং আপোষ বন্টন এর মাধ্যমে বাগেরহাট জেলার মোংলা থানাধীন ১১ নং চিলা মৌজার বি,আর,এস ৮০ নং খতিয়ানে ৪৩৩৬ দাগে ০.২৩ একর এবং বি,আর,এস ৪৪২ নং খতিয়ানে ৪৩৩৬ দাগে ০.৩৩ একর ৪৩৩৮ দাগে ০.৪৮ একর ৪৪৭৯ দাগে ৫৬ একর ৪৪৮০ দাগে ১.২৯ একর, সর্বমোট ২.৮৯ একর নালিশী সম্পত্তি ভোগ দখল করে আসছে মোংলা সরকারি টি, এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ খান। ৫ আগস্টের পরে তার এই সম্পত্তি এবং মৎস্য ঘেরের ওপর লোলুপ দৃষ্টি পড়ে মোংলা দক্ষিণ চিলা বৌদ্ধমারী বাজার সংলগ্ন এলাকার মতিয়ার খান (৬৪) সহ তার লাঠিয়াল বাহিনীর। ৮ জানুয়ারী (২০২৫) বুধবার বিকাল ৫ টায় তার বাড়ির সম্পত্তি এবং ১৯ জানুয়ারী (২০২৫) সকাল ১০টায় তার মৎস্য ঘেরে পৃথক ভাবে দক্ষিণ চিলা বৌদ্ধমারী এলাকার মৃত ছবেদ আলীর ছেলে মোংলা সরকারি টি, এ, ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু সাঈদ খানের বাড়ীর বেড়া ভেঙ্গে তার বাড়ি দখল ও বাড়ির মধ্যে থাকা মালামাল এবং মৎস্য ঘের লুটপাট চালায়। এ সময়ে ঘেরে থাকা মাছ লুটপাট করে নিয়ে যায় ওই মতিয়ার বাহিনী।

এ ব্যাপারে আবু সাঈদ খান বাদী হয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় এবং ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে মোংলা থানার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন,তার দায়ের করা ওই মামলার মাধ্যমে জানা যায়, তার বাব দাদার আমল থেকে দীর্ঘ বছর ধরে আপোষ বণ্টনের মাধ্যমে বৈধ কাগজপত্র দিয়ে তার নিজ বাড়িতে বসবাস করে আসছে।

কিন্তু ৫ই আগস্টের পরে এলাকার চিহ্নিত লাঠিয়াল বাহিনীর সরদার মোঃ মতিয়ার (৬৪) এবং তার বাহিনীর সদস্য মোঃ ইসলাম খান (৩২) নজরুল খান (৪৫) ফিরোজ খান (৪০) আলামিন খান, সালমা (৩২) জয়নব বেগম (২৮) সালাউদ্দিন রবি (৩৮) এবং আলামিন খান মিলে তার দখলকৃত বেড়া ভেঙে দিয়ে বেড়া তৈরি করতে আসে এবং বাড়ির মধ্যে লোকজনের উপর অতর্কিতভাবে মতিয়ার গ্রুপ হামলা চালায় এবং মালামাল লুটের চেষ্টা করে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের হাত থেকে আবু সাঈদ খান সহ তার বাড়ির সদস্যদেরকে উদ্ধার করে । এ ব্যাপারে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, মতিয়ার খান এবং তার লাঠিয়াল বাহিনী খুবই ভয়ংকর, দাঙ্গাবাজ, পরসম্পদ লোভী, জনবলে বলিয়ান এবং লাঠিয়াল। অন্যের সম্পত্তি জোর করে ভোগ দখল করা তাহাদের নেশা ও পেশা। তারা আরো বলেন, অধ্যক্ষ আবু সাইদ খান একজন নিরীহ, সহজ সরল, নম্র, ভদ্র আইনের প্রতি শ্রদ্ধাশীল ভালো মানুষ। আমরা এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর ন্যায় বিচার দাবি করি।

এমএস