শুয়াইবুর রহমান,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনি সহ একটি ট্রাক আটক করা হয়েছে।
মঙ্গলবার ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ১৮ই মার্চ সকাল ৮:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপি হতে একটি বিশেষ টহল দল কানাইঘাট-দরবস্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন বালু ভর্তি একটি ট্রাককে সিগন্যাল প্রদান করলে উক্ত ট্রাকটি বিজিবি’র সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে বিজিবির টহলদল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে সুরাইঘাট বিওপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ দূরে ও সীমান্ত পিলার-১৩১৬ হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট উপজেলার কানাইঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে ট্রাকটি আটক করতে সক্ষম হয় । এ সময় ট্রাক ফেলে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।
বিজিবি সূত্রে আরো জানা যায় অভিযানে টহল দল অত্যন্ত দূরদর্শিতার সাথে বালু ভর্তি ট্রাকে অধিকতর তল্লাশী পরিচালনা করে। এ সময় বালির স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি’র বস্তা অস্তিত্ব পাওয়া যায়। এ সময় উক্ত ট্রাক হতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ৩১৯ বস্তা (১৫,৯৫০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বিধিমতো আটককৃত ভারতীয় চিনি শুল্ক অফিস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস