ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আলবেনিয়ায় নিষিদ্ধ করা হয়েছে টিকটক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন মিঠুন চক্রবর্তী রাশিয়া-যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত দিলেন পুতিন কনসার্টের মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস আলমের শিক্ষক নিয়োগে অনিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে: শিক্ষা উপদেষ্টা ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিতুমীর কলেজ শিক্ষার্থীর জীবন বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয় লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

টাঙ্গাইলে শিশুসন্তান হত্যায় রিমান্ডে মা

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় শিশুসন্তানকে হত্যা মামলায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে বাসাইল আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া হীরা আক্তার (৩৫) বাসাইল পৌরসভার পূর্বপাড়া এলাকার ইব্রাহীম মিয়ার স্ত্রী।

গত শুক্রবার নিজের দুই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলীকে হত্যার অভিযোগে হীরা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর বাবা ইব্রাহীম মিয়া বাদী হয়ে হীরা আক্তারকে একমাত্র আসামি করে বাসাইল থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইব্রাহীম মিয়া রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী রাত ৩টার দিকে ছেলে মোহাম্মদ আলীকে প্রস্রাব করানোর কথা বলে ঘরের বাইরে নিয়ে যান। রাত সাড়ে ৩টার দিকে ইব্রাহীমকে ডেকে তার স্ত্রী জানান, ছেলে মোহাম্মদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তখন ইব্রাহীম বের হয়ে ছেলেকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ছেলেকে উদ্ধার করা হয়। পরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৮টার দিকে বাসাইল থানার পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করে।

মামলার তদন্ত কর্মকর্তা বাসাইল থানার এসআই হাফিজুর রহমান বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হীরা আক্তার ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কারা তাকে হত্যায় সহায়তা করেছেন, সে সম্পর্কে কোনো তথ্য দেননি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

টাঙ্গাইলে শিশুসন্তান হত্যায় রিমান্ডে মা

আপডেট সময় : ১১:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় শিশুসন্তানকে হত্যা মামলায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে বাসাইল আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া হীরা আক্তার (৩৫) বাসাইল পৌরসভার পূর্বপাড়া এলাকার ইব্রাহীম মিয়ার স্ত্রী।

গত শুক্রবার নিজের দুই বছর বয়সী ছেলে মোহাম্মদ আলীকে হত্যার অভিযোগে হীরা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর বাবা ইব্রাহীম মিয়া বাদী হয়ে হীরা আক্তারকে একমাত্র আসামি করে বাসাইল থানায় মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইব্রাহীম মিয়া রাতের খাবার খেয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী রাত ৩টার দিকে ছেলে মোহাম্মদ আলীকে প্রস্রাব করানোর কথা বলে ঘরের বাইরে নিয়ে যান। রাত সাড়ে ৩টার দিকে ইব্রাহীমকে ডেকে তার স্ত্রী জানান, ছেলে মোহাম্মদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তখন ইব্রাহীম বের হয়ে ছেলেকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ছেলেকে উদ্ধার করা হয়। পরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৮টার দিকে বাসাইল থানার পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করে।

মামলার তদন্ত কর্মকর্তা বাসাইল থানার এসআই হাফিজুর রহমান বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হীরা আক্তার ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কারা তাকে হত্যায় সহায়তা করেছেন, সে সম্পর্কে কোনো তথ্য দেননি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

কেকে