খুলনায় একের পর এক ধরা পড়ছে স্বর্ণের চোরাচালান। এবার পাচারকারীর পেট এক্সরে করে পাওয়া গেল ৮টি সোনার বার।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১২টার দিকে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আব্দুল আওয়াল কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সোনার একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরার সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।
তিনি জানান, ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। কিন্তু থানায় নিয়ে তার শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে সোনার বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর আটটি সোনার বার বের করে দেন পুলিশকে।
উল্লেখ্য, গত কয়েক বছরে অন্তত ৫ বার একই স্থানে তল্লাশি চালিয়ে সোনার বার আটক করেছে পুলিশ।
কেকে