ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান সবুজ পৃথিবী চাই: বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি ডেঙ্গু মোকাবিলায় মানবিক সহায়তায় বেতাগীর ‘আরিফ ফাউন্ডেশন’ পদক্ষেপ নিচ্ছি বলেই ‘মব সন্ত্রাস’ কমছে : স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে: ডা. বিধান একটি জাতির গৌরবই সবচেয়ে মূল্যবান: আরাগচি খামেনিকে ‘লাঞ্ছনাজনক মৃত্যু’ থেকে বাঁচিয়েছি: ট্রাম্প গাজার ত্রাণের বস্তায় নেশার বিষ

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলায় ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরানের পালটা জবাব

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রোববার ভোরে ইরানে ফের হামলা চালিয়েছে ইসরাইল। তার কিছু সময় পর ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলকে পালটা জবাব দিয়েছে ইরান।

ভোরে ইরানের জ্বালানি খাত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরকে সরাসরি লক্ষ্যবস্তু করে ইসরাইল। এর পরপরই তেহরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উত্তর ইসরাইলে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে।

তবে একাধিক ইসরাইলি সংবাদমাধ্যম ও জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ভোরে দুই দফায় ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ছয় ইসরাইলি নিহত হয়েছে।

প্রথম হামলায় উত্তর ইসরাইলের হাইফার কাছে একটি আবাসিক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

অন্যদিকে, রাজধানী তেলআবিবে চালানো আরেক দফা হামলায় ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। ওই এলাকায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

এছাড়া জুদিয়ান ফুৎহিলস অঞ্চলে আরও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এমডিএর এক মুখপাত্র। তবে এ দাবিগুলোর কোনোটি এখন পর্যন্ত যাচাই করতে পারেনি বিবিসি।

ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলি যুদ্ধবিমানগুলোর জ্বালানি উৎপাদনকেন্দ্র। তবে ইসরাইল এ দাবি স্বীকার করেনি।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলায় ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরানের পালটা জবাব

আপডেট সময় : ০৮:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রোববার ভোরে ইরানে ফের হামলা চালিয়েছে ইসরাইল। তার কিছু সময় পর ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলকে পালটা জবাব দিয়েছে ইরান।

ভোরে ইরানের জ্বালানি খাত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরকে সরাসরি লক্ষ্যবস্তু করে ইসরাইল। এর পরপরই তেহরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উত্তর ইসরাইলে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে।

তবে একাধিক ইসরাইলি সংবাদমাধ্যম ও জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ভোরে দুই দফায় ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ছয় ইসরাইলি নিহত হয়েছে।

প্রথম হামলায় উত্তর ইসরাইলের হাইফার কাছে একটি আবাসিক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

অন্যদিকে, রাজধানী তেলআবিবে চালানো আরেক দফা হামলায় ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। ওই এলাকায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

এছাড়া জুদিয়ান ফুৎহিলস অঞ্চলে আরও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন এমডিএর এক মুখপাত্র। তবে এ দাবিগুলোর কোনোটি এখন পর্যন্ত যাচাই করতে পারেনি বিবিসি।

ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলি যুদ্ধবিমানগুলোর জ্বালানি উৎপাদনকেন্দ্র। তবে ইসরাইল এ দাবি স্বীকার করেনি।

কেকে