মো:মীর মারুফ তাসিন,কুমিল্লা প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই চিরন্তন মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট, রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে ফারুকী হাউজের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি উপহার সামগ্রীগুলো নিজ হাতে অসহায় মানুষের মাঝে পৌঁছে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক জনপ্রিয় কাউন্সিলর মোশাররফ হোসেন, যুব বিভাগের সভাপতি ও মহানগর কর্মপরিষদ সদস্য কাজী নজির আহমেদ, আমীর হোসেন ফরায়েজী, ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি হাছান আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজে যারা কষ্টে আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সেতুবন্ধন তৈরি করেছেন তিনি। শুধু আর্থিক সহায়তা নয়, মনোবল জোগানো, সমস্যা শোনা এবং বাস্তবিক সমাধানের চেষ্টা করাই তাঁর কাজের মূল দর্শন।
এ ধরনের মানবিক উদ্যোগ শুধু মুহূর্তের সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও ঐক্যের চর্চাকে নতুন করে জাগিয়ে তোলে। কাজী দ্বীন মোহাম্মদের এই উদ্যোগ কুমিল্লা নগরীর মানবিক কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমএস
















