ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক কুমিল্লায় পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ নোবিপ্রবিতে শীঘ্রই হচ্ছে ছাত্রদলের কমিটি, আলোচনায় জুলাই যোদ্ধা হাসিব ঐশ্বরিয়ার প্রথম পারিশ্রমিক কত ছিল?

ভোলায় ব্রীজের কাজ দীর্ঘ দিন বন্ধ থাকায় এলাকাবাসীর বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন ও লালমোহনের পশ্চিম চর উমেদ (গজারিয়া) সংলগ্ন পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১০টায় ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে ওসমানগঞ্জ ফরাজী বাজারের উত্তর পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কয়েক শতাধিক স্থানীয় জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, শশীভূষণ-গজারিয়া সড়কের গুরুত্বপূর্ণ এই ব্রিজটির নির্মাণ কাজ দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চলাচলের জন্য বাধ্য হয়ে কাঠের তৈরি একটি অস্থায়ী পুল ব্যবহার করতে হচ্ছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মান্নান বলেন, “প্রায় দুই বছর ধরে এই ব্রিজের কাজ চলমান থাকলেও এখনও সম্পূর্ণ হয়নি। হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগে পড়ছে। দ্রুত কাজ শেষ করে ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোতাহার নগর বিএনপির সভাপতি আব্দুস শহীদ মিয়া, মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাসুদ আলম, মো. এমরান হোসেন, মো. শিপন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, মো. মঞ্জুরুল ইসলাম, মো. মহিউদ্দিন মহি, মো. দিদারুল ইসলাম প্রমুখ।

ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সুমন জানান, “গত ৫ আগস্টের পর দেশের পরিস্থিতির কারণে কাজ কিছুটা থেমে ছিল। ইতোমধ্যে তিনটি পিসি গার্ডারের কাজ শেষ হয়েছে এবং চতুর্থটির ঢালাই সম্পন্ন হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে টেনশনিংয়ের কাজ শেষ করে ডেক স্ল্যাব ও এপ্রোচ রোডের কাজ শুরু করবো। আশা করছি ২০ থেকে ২৫ দিনের মধ্যে ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।”

এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী রাজীব সাহা বলেন, “এই ধরনের ব্রিজে পিসি গার্ডার স্থাপনে সময় লাগে। এলাকাবাসীর ভোগান্তির কথা আমরা শুনেছি। কাজ যাতে দ্রুত শেষ হয়, সে বিষয়ে নিয়মিত তদারকি চলছে।”

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় ব্রীজের কাজ দীর্ঘ দিন বন্ধ থাকায় এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : ০১:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন ও লালমোহনের পশ্চিম চর উমেদ (গজারিয়া) সংলগ্ন পাঙ্গাসিয়া ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার সকাল ১০টায় ওসমানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে ওসমানগঞ্জ ফরাজী বাজারের উত্তর পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কয়েক শতাধিক স্থানীয় জনগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানান, শশীভূষণ-গজারিয়া সড়কের গুরুত্বপূর্ণ এই ব্রিজটির নির্মাণ কাজ দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চলাচলের জন্য বাধ্য হয়ে কাঠের তৈরি একটি অস্থায়ী পুল ব্যবহার করতে হচ্ছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মান্নান বলেন, “প্রায় দুই বছর ধরে এই ব্রিজের কাজ চলমান থাকলেও এখনও সম্পূর্ণ হয়নি। হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগে পড়ছে। দ্রুত কাজ শেষ করে ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোতাহার নগর বিএনপির সভাপতি আব্দুস শহীদ মিয়া, মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাসুদ আলম, মো. এমরান হোসেন, মো. শিপন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, মো. মঞ্জুরুল ইসলাম, মো. মহিউদ্দিন মহি, মো. দিদারুল ইসলাম প্রমুখ।

ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সুমন জানান, “গত ৫ আগস্টের পর দেশের পরিস্থিতির কারণে কাজ কিছুটা থেমে ছিল। ইতোমধ্যে তিনটি পিসি গার্ডারের কাজ শেষ হয়েছে এবং চতুর্থটির ঢালাই সম্পন্ন হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে টেনশনিংয়ের কাজ শেষ করে ডেক স্ল্যাব ও এপ্রোচ রোডের কাজ শুরু করবো। আশা করছি ২০ থেকে ২৫ দিনের মধ্যে ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।”

এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী রাজীব সাহা বলেন, “এই ধরনের ব্রিজে পিসি গার্ডার স্থাপনে সময় লাগে। এলাকাবাসীর ভোগান্তির কথা আমরা শুনেছি। কাজ যাতে দ্রুত শেষ হয়, সে বিষয়ে নিয়মিত তদারকি চলছে।”

এমএস