মোঃ সাব্বির হাসান,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক ‘পুরাতন রূপসা রোড’ বর্তমানে পরিণত হয়েছে এক ভয়াবহ ময়লার ভাগাড়ে। বিশেষ করে পুরাতন পুলিশ লাইন ও সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের অংশে রাস্তার দু’পাশে এবং মাঝখানে যেভাবে ময়লার স্তূপ জমে আছে, তা শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্য ও পথচারীদের চলাচলের জন্যও চরম হুমকি সৃষ্টি করছে।
এই রোডে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু নোংরা পরিবেশ, তীব্র দুর্গন্ধ ও ছড়িয়ে থাকা আবর্জনার কারণে এখন এই রোডে চলাফেরা করা দুঃসহ হয়ে উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা এনে এখানে ফেলা হয়, অথচ কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। প্রশাসনের নিরবতা এবং কার্যকর পদক্ষেপের অভাবে রাস্তাটি এখন স্থায়ী ময়লা ফেলার জায়গা হয়ে উঠেছে।
সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, দুর্গন্ধে অনেক ছাত্রছাত্রী ক্লাসে মনোযোগ দিতে পারে না, অনেক সময় অসুস্থ বোধ করে। একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে, এই ময়লার কারণে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে ডায়রিয়া, ডেঙ্গু, চর্মরোগ, শ্বাসকষ্টসহ নানা রোগ ছড়িয়ে পড়তে পারে।
বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তখন ময়লা পানি রাস্তার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। হাঁটাচলা তো দূরের কথা, এমনকি রিকশা বা মোটরসাইকেল চালানোও হয়ে পড়ে বিপজ্জনক। এ সময় ময়লার স্তূপে খাবার খুঁজে বেড়াতে দেখা যায় গরু-ছাগল, যা জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলতে পারে।
এ প্রসঙ্গে এক পথচারী বলেন, “এখানে স্কুল আছে, হাটবাজার আছে, অথচ রাস্তার অবস্থা দেখে মনে হয় আমরা ভাগাড়ের মধ্যে বাস করছি। প্রশাসনের কি এসব কিছু চোখে পড়ে না?”
এখন সময় এসেছে পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগকে সম্মিলিতভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার। শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নয়, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার আওতায় নিয়মিত ময়লা অপসারণ, সচেতনতামূলক উদ্যোগ এবং বিকল্প ময়লা ফেলার স্থান নির্ধারণ জরুরি।
শহরের প্রাণকেন্দ্র এই ‘পুরাতন রূপসা রোড’ আবার পরিচ্ছন্ন, নিরাপদ এবং বাসযোগ্য হোক—এটাই এখন শহরবাসীর প্রত্যাশা।
এমএস