ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’! সিএনজি পাম্পে গ্যাস নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু বিএনপি’র দুর্দিনে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে দাঁড়িয়ে ছিলেন মোঃ রাজন আলী গুম কমিশনে ২৫৩ জনের অভিযোগ প্রমাণিত: মইনুল ইসলাম গ্রামীণ ব্যাংকে চাকরি নিয়োগ, আবেদন অনলাইনে ইলিশ রক্ষা আমাদের জাতীয় কর্তব্য: মৎস্য উপদেষ্টা নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি : সেনাসদর বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর: তারেক রহমান ভালো আলাপ-আলোচনা হচ্ছে কিন্তু ঐকমত‍্য হচ্ছে না : এবি পার্টি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়: নেতানিয়াহু

সবসময় ক্ষমা চাইতেই থাকব এমন মানুষ আমি নই: কাগিসো রাবাদা

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা আইপিএলের মাঝপথে আচমকাই দেশে ফিরে গিয়েছিলেন। তার দল গুজরাট টাইটান্সের তরফ থেকেও জানানো হয়নি ঠিক কী কারণে টুর্নামেন্টের মাঝপথে টিম ছেড়েছিলেন প্রোটিয়া এ পেসার। পরে জানা যায়, ড্রাগ নিয়ে এক মাস নির্বাসিত হয়েছেন এ পেসার। সেই ঘটনার জন্য অনুতপ্ত হলেও বারবার ক্ষমা চাইতেও রাজি নন কাগিসো রাবাদা।

বর্তমানে দক্ষিণ আফ্রিকার শিবিরে রয়েছেন রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে তার দেশ। তার আগে রাবাদা বলেন, খেলায় ফিরতে পেরেছি এটাই আমার কাছে বড় ব্যাপার। সব কিছু ঠিকঠাকভাবে সামলানো গেছে। নানা লোকের নানা মতামত থাকবেই, সেটি মানিয়ে নিয়ে চলতে জানি।

তিনি বলেন, আমার কাজে অনেকেই হতাশ হয়েছেন। তাদের জন্য আমি সত্যিই দুঃখিত। যারা আমার খুব কাছের তাদের মাথা নত করে দিয়েছি।

এ পেসার বলেন, জীবন একটা সময় ঠিকই এগিয়ে যায়। সবসময় ক্ষমা চাইতেই থাকব এমন মানুষ আমি নই। তবে যে কাজ করেছি, তার জন্য আমি অনুতপ্ত। ওই ঘটনার পর থেকেই সতীর্থদের সঙ্গে নিয়মিত কথা বলছেন। কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটি মিটিয়ে নেবেন বলেও জানান কাগিসো রাবাদা।

তিনি বলেন, যা হয়েছে সেটি কখনই লুকিয়ে রাখতে চাই না। ওরা আমার সতীর্থ। ওদের সঙ্গে খেলেই এত দূর এসেছি। অনেকের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। আশা করি আরও বেশি সময় পেলে আরও ভালোভাবে ওদের সবটা বুঝিয়ে বলতে পারব।

দক্ষিণ আফ্রিকার এ পেসার সেই সময় নিষেধাজ্ঞার খবর দিয়ে বলেছিলেন, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে মূল কারণ– একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি। ক্রিকেট খেলার এ সুযোগকে আমি কখনই হালকাভাবে নিইনি। এ সুযোগ আমার ব্যক্তিগত চাওয়ার চেয়েও অনেক বড়। আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আবার এ প্রিয় খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছিলেন কাগিসো রাবাদা। মূলত বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়েছিলেন তিনি। তবে সেটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং বা খেলার ক্ষমতা বাড়ানোর ওষুধ ছিল না। আর ঠিক এ কারণেই তার নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’!

সবসময় ক্ষমা চাইতেই থাকব এমন মানুষ আমি নই: কাগিসো রাবাদা

আপডেট সময় : ১০:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা আইপিএলের মাঝপথে আচমকাই দেশে ফিরে গিয়েছিলেন। তার দল গুজরাট টাইটান্সের তরফ থেকেও জানানো হয়নি ঠিক কী কারণে টুর্নামেন্টের মাঝপথে টিম ছেড়েছিলেন প্রোটিয়া এ পেসার। পরে জানা যায়, ড্রাগ নিয়ে এক মাস নির্বাসিত হয়েছেন এ পেসার। সেই ঘটনার জন্য অনুতপ্ত হলেও বারবার ক্ষমা চাইতেও রাজি নন কাগিসো রাবাদা।

বর্তমানে দক্ষিণ আফ্রিকার শিবিরে রয়েছেন রাবাদা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে তার দেশ। তার আগে রাবাদা বলেন, খেলায় ফিরতে পেরেছি এটাই আমার কাছে বড় ব্যাপার। সব কিছু ঠিকঠাকভাবে সামলানো গেছে। নানা লোকের নানা মতামত থাকবেই, সেটি মানিয়ে নিয়ে চলতে জানি।

তিনি বলেন, আমার কাজে অনেকেই হতাশ হয়েছেন। তাদের জন্য আমি সত্যিই দুঃখিত। যারা আমার খুব কাছের তাদের মাথা নত করে দিয়েছি।

এ পেসার বলেন, জীবন একটা সময় ঠিকই এগিয়ে যায়। সবসময় ক্ষমা চাইতেই থাকব এমন মানুষ আমি নই। তবে যে কাজ করেছি, তার জন্য আমি অনুতপ্ত। ওই ঘটনার পর থেকেই সতীর্থদের সঙ্গে নিয়মিত কথা বলছেন। কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটি মিটিয়ে নেবেন বলেও জানান কাগিসো রাবাদা।

তিনি বলেন, যা হয়েছে সেটি কখনই লুকিয়ে রাখতে চাই না। ওরা আমার সতীর্থ। ওদের সঙ্গে খেলেই এত দূর এসেছি। অনেকের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। আশা করি আরও বেশি সময় পেলে আরও ভালোভাবে ওদের সবটা বুঝিয়ে বলতে পারব।

দক্ষিণ আফ্রিকার এ পেসার সেই সময় নিষেধাজ্ঞার খবর দিয়ে বলেছিলেন, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সাউথ আফ্রিকায় ফিরে আসি। এর পেছনে মূল কারণ– একটি বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের জন্য আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি। ক্রিকেট খেলার এ সুযোগকে আমি কখনই হালকাভাবে নিইনি। এ সুযোগ আমার ব্যক্তিগত চাওয়ার চেয়েও অনেক বড়। আমি এই সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং আবার এ প্রিয় খেলায় ফিরে আসার অপেক্ষায় আছি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছিলেন কাগিসো রাবাদা। মূলত বিনোদনের জন্য নিষিদ্ধ মাদক নিয়েছিলেন তিনি। তবে সেটি কোনো পারফরম্যান্স এনহ্যান্সিং বা খেলার ক্ষমতা বাড়ানোর ওষুধ ছিল না। আর ঠিক এ কারণেই তার নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়।

কেকে