মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (উপজেলা) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও বল্লব উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে তা ভেড়ামারা থানায় বুঝিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম।
গতকাল ২০মে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বামুনপাড়া এলাকার চেয়ারম্যান মোড়ের অদূরে পরিত্যক্ত এক খড়ির গাদা থেকে তা উদ্ধার করা হয়। তবে এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
ভেড়ামারা থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ৫টার দিকে যৌথ বাহিনীর সমন্বয়ে একটি টিম উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে চাঁদগ্রামের বামনপাড়ার চেয়ারম্যান মোড়ের অদূরে যুবদল নেতা মনিরুজ্জামানের আঙিনা সংলগ্ন পরিত্যক্ত খড়ির গাদা থেকে অস্ত্র-গুলি ও বল্লভ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ভেড়ামারা থানায় সকাল ৬ টার দিকে জমা দেওয়া হয়। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এলাকাবাসীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মনিরুজ্জামান বলেন, বেশ কিছুদিন থেকেই একটি চক্র আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং পূর্ব শত্রুতার জের ধরে আমাদেরকে ফাঁসানোর জঘন্য চেষ্টায় লিপ্ত। তারাই ষড়যন্ত্র করে আমাদের আঙিনায় পরিত্যক্ত খড়ির গাদায় অস্ত্র রেখে গেছে। এর সাথে আমি কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। আমি সর্বদা নিরিবিলি জীবন যাপন করতে অভ্যস্ত।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভেড়ামারা উপজেলা চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়াস্থ খড়ির গাদা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে। পরবর্তীতে তা ভেড়ামারা থানায় জমা দেয়। এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএস