মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা (উপজেলা) প্রতিনিধি :
কুষ্টিয়ায় ৬০০ পিস ট্যাপেন্টা সহ যুবক গ্রেফতার।আজ ২৩ এপ্রিল রোজ বুধবার কুষ্টিয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর” ক” সার্কেলের পরিদর্শক মোঃআবুল কালাম আজাদের নেতৃত্বে, এবং উপ পরিদর্শক রাসেল কবিরের সার্বিক তত্ত্বাবধানে, বিভাগীয় টিমের সক্রিয় ফোর্স সাথে নিয়ে একটি রেইডিং পার্টি গঠন করে,
কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন চাঁদ গ্রাম, ক্যানাল পাড়ায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান চালিয়ে, বিশু মালীতার ছেলে মোঃ মোস্তাক মালীতা দন্ডায়মান অবস্থায় সন্দেহ হলে বিধি মোতাবেক তাহার দেহ তল্লাশি করে,হাতে থাকা একটি ব্যাগের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা অ,বৈধ মাদক দ্রব্য ৬ শত পিস ট্যাপেন্টা ডল ট্যাবলেট পাওয়া গেলে,মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর( ১)স্মারণীয় ক্রমিক নং ২৯ (ক) ধারা মোতাবেক মোস্তফা মালিথা ( ৪৪) কে গ্রেফতার করে, প্রাপ্ত আলামত সহ ভেড়ামারা থানায় সোপর্দ করেন,উপপরিদর্শক রাসেল কবির বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করেন।
এমএস