মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে ৭ বছরের শিশু আকলিমা আক্তার জুঁই হত্যার ঘটনায় ৫ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
পুলিশ সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পাঁচ কিশোরকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের সবার বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে হওয়ায় তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কি কারণে এই বিভৎস হত্যাকান্ড তা তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য গত সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়ফা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মোঃ জাহিদুল ইসলামের শিশু কন্যা আকলিমা আক্তার জুঁই তার নিজ বাড়ি থেকে নিকটবর্তী তার দাদার বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও জুই বাড়িতে না আসায় তার স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারে সে তার দাদার বাড়িতে যায়নি। পরে অনেক খোঁজ খবরের পর মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে পাশ্ববর্তী পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার রায়পুরে একটি ভুট্টা ক্ষেতে জুইয়ের ঝলসানো মৃতদেহ পাওয়া যায়। ওইদিনই জুইয়ের মা বাদী হয়ে অজ্ঞাত নামে থানায় মামলা করেন। এই মামলার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা শুরু করে ঘটনার পাচ দিন পর শনিবার ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাকৃতরা শিশু জুঁই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানান। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএস