মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
সূর্যের আলো ফুটতেই কালো পোশাকে কয়েকজন ব্যাক্তি সাথে শক্তিশালী টর্স লাইট,বাইক,অস্ত্র নিয়ে হাজির হয় সড়কে। হঠাৎ গতিরোধ করে দাঁড়ালে বুঝবেন,সামনে স্বয়ং যমদূত! নিশ্চিত মৃত্যু অথবা কাছাকাছি নিয়ে যাবে আপনাকে।
নাটোর অঞ্চলে ভোর হলেই এমন যমদূতবাহী বাইক ঘুরে বেড়াচ্ছে সড়ক গুলোতে।জেলার বিভিন্ন স্থানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা ও প্রকাশ্যে সবকিছু ছিনতাই করছে এই চক্রটি। প্রতিটা কথায় গুনে গুনে একেকটি অস্ত্রের আঘাত করে তারা। অধিকাংশ ঘটনাই ঘটেছে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে।অস্ত্রের মুখে অনেকটা ফিল্মি স্টাইলে সবকিছু ছিনিয়ে নিয়ে চোখের নিমির্ষে ছটকে পরে তারা।
ধারনা করা হচ্ছে,সুদক্ষ পেশাদার সন্ত্রাসীরাই ছিনতাইয়ের সাথে জড়িত। পুলিশ বলছে,তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। পুলিশি টহল জোরদার করা হইয়েছে।
ঘটনার শুরু গত ৩ অক্টোবর মঙ্গলবার। ওইদিন সন্ধ্যার পর নাটোর সদরের আমহাটির
রিদাওয়ানুল ইসলাম বন্ধুদের সাথে নাটোর থেকে পাটুল হালতি বিলে ঘুরতে আসে ঘোরাঘুরি শেষ বাড়ি যাওয়ার পথে রাত ৯টার দিকে বরকিমারা ব্রিজের পাশেই তিনজন লোক পথরোধ করে মারপিট করে এবং হাত পা বেঁধে রেখে তাদের কাছে থাকা নীল কালার ১৫০ সি সি পালসার মোটরসাইকেল,একটি আইফোন,একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,নগদ টাকা ছিনিয়ে নেয়।
১৬ অক্টোবর বুধবার সকাল ৬টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমারি ব্রীজ ও বীরকুটসা ভাঙ্গা ব্রীজ,ও বুড়িরভাগ এলাকায় একই ঘটনা ঘটে। এসব এলাকায় পাট ও মাছ ব্যবসায়ী মাজদুল,রতন আলী,কাশেম মিনাসহ কয়েকজনের কাছ থেকে প্রায় ৩৫ হাজার টাকা ও সবার মোবাইল ফোন ছিনতাই করা হয়।
১৮ অক্টোবর মোছাঃ রোজিনা আক্তার আলো নামের একজন গৃহবধু সিংড়া বাবার বাড়ি থেকে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল শ্বশুরবাড়িতে আসার সময় নলডাঙ্গার বুড়িদহ এলাকায় অটো আটকিয়ে vivo অ্যান্ড্রয়েড ফোন ও ভ্যানিটি ব্যাগ সহ নগদ ৫০০০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
২২ অক্টোবর উপজেলার মাধনগর ও বীরকুটসা ভাঙ্গা ব্রীজ এলাকায় মাছ ব্যবসায়ী- আতারুল,নজরুল ও সোহেল হোসেনের ২৭ হাজার টাকা ও ৩টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী জিয়াউর রহমান, জানান,এসব হামলা ও ছিনতাইয়ের আরেকটি বিষয়ে মিল রয়েছে। তা হচ্ছে অধিকাংশ ব্যাক্তিই ব্যবসায়ী। চক্রটি বর্তমান সরকারকে অস্থিতিশীলতে ফেলতে ও সমাজকে ধবংসের দিকে নিয়ে যেতে চক্রটি পরিক্ল্পনা করেই এসব কাজ করছে। এসব অর্পকম বন্ধ করতে প্রসাশনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন সচেতর মহল।
মঙ্গলবার (১৮ ফ্রেবুয়ারি) রাতে উপজেলার হালতিবিলে এ ঘটনা ঘটে। পূর্ব মাধনগর গ্রামের কৃষক সবুজ সরদার ও বকুল সরদারের বৈদ্যুতিক সেচ মোটর চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। আর আগে এক সপ্তাহ আগে উপজেলার বুড়িরভাগ এলাকায় ৫ থেকে ৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। পরে মিটার চুরি হয়ে যাওয়ার স্থান থেকে চোর চক্রের দেওয়া প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবিকৃত টাকা প্রদানের পর ওই মিটারগুলো ফেরত দেয় চোর চক্র।
তার এক সপ্তাহ পরেই মঙ্গলবার(২৫ ফ্রেবুয়ারি) জানালার গ্লাস খুলে চুরির ঘটনা ঘটেছে,পরিবেশ কর্মী ও সাংবাদিক ফজলে রাব্বীর বাসায়। এসময় একটি স্মাট ফোন ও নগদ ৩০ হাজার টাকা চুরির করে নিয়ে যায় চোরচক্র। তার দুদিন পরেই রাতে পূর্ব মাধনগর গ্রামের কৃষক ভোলু মোল্লার গোয়াল ঘরের বেড়া খুলে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের-দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
বুধবার(৫ মার্চ) উপজেলার বাসুদেবপুর বাজারে দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আতিকুর রহমান তালুকতারের মার্কেটের ভেতর থেকে,সেই মার্কেটের ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এছাড়া সম্প্রতি উপজেলার,দূর্লভপুর,পূর্ব সোনাপাতিল,পিপরুল,মাধনগর ভট্টপাড়া এলাকায় মোটর সাইকেল,বেশ কিছু ব্যাটারি চালিত ভ্যান ও সাইকেল চুরির ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,এসব ঘটনায় ভুক্তভোগিরা লিখিত অভিযোগ করেছে,বিষয়টি তদন্ত করা হচ্ছে,গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএস