কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২। আটককৃত ব্যক্তির নাম মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮)। তিনি কুমিল্লার আদর্শ সদর থানার বালুতোফা গ্রামের বাসিন্দা মোঃ জসিম উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩,৭৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। র্যাব জানায়, রিয়াদ দীর্ঘদিন ধরে কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ সহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মাদক সরবরাহ করতেন।
দুই থানার সীমান্তে অপরাধের স্বর্গরাজ্য স্থানীয়দের অভিযোগ, রাকিবুল হাসান রিয়াদ শুধু একজন মাদক কারবারি নয়, তিনি একজন ভয়ংকর সন্ত্রাসীও। কুমিল্লার সদর ও সদর দক্ষিণ থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি এক থানায় অপরাধ করে অন্য থানায় আত্মগোপন করতেন। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
একজন স্থানীয় বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “সে গত এক যুগ ধরে বালুতোফা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। মাঝে মধ্যেই এলাকায় অস্ত্রের মহড়া দিত, চাঁদাবাজি করত এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকার দাবিও করত। প্রশাসনের নাকের ডগায় চলাফেরা করলেও কেউ তাকে ধরতে পারছিল না। এবার র্যাবের হাতে আটক হওয়ায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।”
অবশেষে গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত রাকিবুল হাসান রিয়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এলাকাবাসী চান, শুধু মাদক নয়, তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমেরও কঠোর তদন্ত হোক।
একজন ভুক্তভোগী বলেন, “সে এলাকায় ভয়ঙ্কর অপরাধী ছিল। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।”
র্যাব জানিয়েছে, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে আরও অভিযান পরিচালনা করা হবে। এখন দেখার বিষয়, রিয়াদের আটক হওয়া কি কেবল সাময়িক শাস্তি, নাকি সত্যিকার অর্থে সে তার অপরাধের উপযুক্ত শাস্তি পাবে? স্থানীয়রা সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন।
এমএস