রাকিব হোসেন,বেতাগী উপজেলা প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলায় এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগে উত্তর রানীপুর জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিম খান ওরফে ভুট্টো (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার অভিযুক্ত রহিম ওই নারীর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরদিন সোমবার সকাল ১০টার দিকে গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী বলেন, ‘সকালবেলা বাড়িতে আমি একা ছিলাম। তখন রহিম এসে আমাকে ভয় দেখিয়ে জোরপূর্বক নির্যাতন চালায়।’ ঘটনার পর তিনি বেতাগী থানায় মামলা দায়ের করেন।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘ধর্ষণের ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, স্থানীয়রা জানান, অভিযুক্ত আব্দুর রহিম দীর্ঘদিন ধরে উত্তর রানীপুর জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে আগেও এলাকায় বিভিন্ন অনৈতিক কার্যকলাপ ও অসদাচরণের অভিযোগ রয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে, এবং এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমএস