যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের আশপাশে জ্বলতে থাকা ভয়াবহ দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় জরুরি সেবা বিভাগের কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন।
আলজাজিরার খবরে বলা হয়েছে, দাবানলের কারণে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। ১ হাজার ১৬২টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। এই অভিযানে ৩১টি হেলিকপ্টার ও ছয় পানি ট্যাংকার বিমান অংশ নিয়েছে।
অঞ্চলটিতে বাতাসের গতি অনেক বেশি, যা হারিকেনের মতো। লস অ্যাঞ্জেলেসের কাছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে তীব্র বাতাসের কারণে আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় গত বুধবার বিকেল পর্যন্ত ১৬ হাজার একর ভূমি পুড়ে গেছে, যার মধ্যে এক হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য একটি দাবানল আলতাদেনা এলাকার চারপাশে ছড়িয়ে পড়েছে। সেখানে ১০ হাজার ৬০০ একর জমি পুড়ে গেছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি এখনও দ্রুত বদলে যাচ্ছে এবং দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, দাবানলের ঝুঁকি আরও বাড়তে ও বিপজ্জনক হতে পারে।
কেকে