ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ে করছেন হলিউডের স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড ও জেনডেয়া শেয়ারবাজারের সংকট আরও বেড়েছে কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনের বিপরীতে ২৩ পরীক্ষার্থী কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়েছে শিক্ষার্থীরা ‘গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতেই সংস্কার’: কামাল আহমেদ রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের হিসাবের তথ্য চেয়ে চিঠি বিএফআইইউর আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে: তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান নেপাল,ভুটান,ভারত,চিন সহ ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ইবির সেই শিক্ষক হাফিজের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি,স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করা’: এরদোগান

ছবিঃ সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করা। বিশেষত সিরিয়ার ক্ষেত্রে।

বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে নিজের বক্তব্যে এরদোগান বলেন, ‘যখনই আমরা (সিরিয়ার) আলেপ্পো, দামেস্ক, হামা, হোমস, দারা এবং মানবিজে স্বাধীন সিরিয়ার পতাকা আমাদের অর্ধচন্দ্র ও তারকা খচিত পতাকার পাশে দেখি, আমরা আনন্দিত হই’।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সন্ত্রাসী সংগঠন পিকেকে-কে (PKK) নির্মূল করব। যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাই-বোনদের মধ্যে রক্তের দেয়াল গড়ার চেষ্টা করছে, তাদেরকে আমরা ভেঙে ফেলব’।

পিকেকে গোষ্ঠীটি মূলত সিরিয়া ও ইরাকে সক্রিয়। দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে সশস্ত্র এই গোষ্ঠীটি। এদের আক্রমণে গত কয়েক দশকে প্রায় ৪০,০০০ মানুষ নিহত হয়েছে।

তুরস্ক এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট সেই সঙ্গে জোর দিয়ে বলেন, ‘তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে বদ্ধপরিকর’।

তুরস্কের এই উদ্যোগ সিরিয়ার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি, বিশেষ করে হায়াত তাহরির আল-শাম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে নতুন প্রশাসনিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিয়ে করছেন হলিউডের স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড ও জেনডেয়া

‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি,স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করা’: এরদোগান

আপডেট সময় : ১১:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য হলো আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সুরক্ষা নিশ্চিত করা। বিশেষত সিরিয়ার ক্ষেত্রে।

বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির (একে পার্টি) এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে নিজের বক্তব্যে এরদোগান বলেন, ‘যখনই আমরা (সিরিয়ার) আলেপ্পো, দামেস্ক, হামা, হোমস, দারা এবং মানবিজে স্বাধীন সিরিয়ার পতাকা আমাদের অর্ধচন্দ্র ও তারকা খচিত পতাকার পাশে দেখি, আমরা আনন্দিত হই’।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সন্ত্রাসী সংগঠন পিকেকে-কে (PKK) নির্মূল করব। যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাই-বোনদের মধ্যে রক্তের দেয়াল গড়ার চেষ্টা করছে, তাদেরকে আমরা ভেঙে ফেলব’।

পিকেকে গোষ্ঠীটি মূলত সিরিয়া ও ইরাকে সক্রিয়। দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে সশস্ত্র এই গোষ্ঠীটি। এদের আক্রমণে গত কয়েক দশকে প্রায় ৪০,০০০ মানুষ নিহত হয়েছে।

তুরস্ক এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট সেই সঙ্গে জোর দিয়ে বলেন, ‘তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে বদ্ধপরিকর’।

তুরস্কের এই উদ্যোগ সিরিয়ার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি, বিশেষ করে হায়াত তাহরির আল-শাম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে নতুন প্রশাসনিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

কেকে