ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি গঠন হবে : সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ নাটেরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ছবি : সংগৃহীত

প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা ফরেন অফিস কনসাল্টেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে আজ। সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

বৈঠককালে, উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহের সামগ্রিক দিক বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

এ নিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেড় দশক পর বৃহস্পতিবার সকালে পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুস্থিত হয়েছে। এতে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুদেশের সম্পর্ক বাড়ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ড. মুহামম্মদ ইউনূস ইতোমধ্যে দুবার সাক্ষাৎ করেছেন। প্রথমবার, গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে। দ্বিতীয়বার গত ডিসেম্বরে কায়রোতে ডি-৮ সম্মেলনে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। সেইসঙ্গে সরাসরি দুদেশে জাহাজ চলাচল চালু করেছে। দুদেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বাড়ানোরও চেষ্টা করছে পাকিস্তান। দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান বলেছেন, পাকিস্তান বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির চিন্তা করছে।

২০১০ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটি হবে পাকিস্তানি কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম

আপডেট সময় : ০৮:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা ফরেন অফিস কনসাল্টেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে আজ। সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

বৈঠককালে, উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহের সামগ্রিক দিক বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

এ নিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেড় দশক পর বৃহস্পতিবার সকালে পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুস্থিত হয়েছে। এতে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুদেশের সম্পর্ক বাড়ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ড. মুহামম্মদ ইউনূস ইতোমধ্যে দুবার সাক্ষাৎ করেছেন। প্রথমবার, গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে। দ্বিতীয়বার গত ডিসেম্বরে কায়রোতে ডি-৮ সম্মেলনে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। সেইসঙ্গে সরাসরি দুদেশে জাহাজ চলাচল চালু করেছে। দুদেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বাড়ানোরও চেষ্টা করছে পাকিস্তান। দেশটিতে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান বলেছেন, পাকিস্তান বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির চিন্তা করছে।

২০১০ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটি হবে পাকিস্তানি কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

কেকে