ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এরদোয়ান কে নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, প্রাণহানি ৫ ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ আলম নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংকে ৩১৬২ কোটি টাকা লেনদেন দেশের সব মাঠ-পার্ক ও উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি গ্রিন ভয়েসের তুরস্ককে বাংলাদেশে শিল্প স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের ঢাকা কলেজে ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’ ‍সংলাপ চলাকালে ককটেল বিস্ফোরণ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন বইমেলা আকুর আমদানি বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ সতিকসাসের সদস্য তামিমের মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

বিনোদন দুনিয়ার ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি: তমা মির্জা

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে। তার অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেঁটে তাকে বিভিন্ন ‘ট্যাগ’ দিচ্ছেন একশ্রেণির মানুষ।

আবার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সামাজিক মাধ্যমে তার প্রতিবাদী ভূমিকার কারণে ফারুকীর পক্ষেও দাঁড়াচ্ছেন কেউ কেউ। এই যখন পরিস্থিতি তখন নিজের ‘ভোটটা’ এই নির্মাতাকেই দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকীকে অভিনন্দন জানিয়ে তমা বলেন, ‘আমি রাজনীতি বুঝি না। বিষয়টি থেকে দূরে থাকতেই পছন্দ করি। তার পরেও মনে হয়, বিনোদন দুনিয়ার কোনো ব্যক্তি যদি বিষয়টি বোঝেন, তাহলে তিনি যোগ দিতেই পারেন। সেই জায়গা থেকে ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি।’

ভারতীয় ওই গণমাধ্যমের সঙ্গে আলাপে ভারতের ভিসা নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়টিও এসেছে তমার কথায়, ‘ভিসা জটিলতায় আমি নিজেও ভুগছি। সব সময় কাজের জন্যই যে পড়শি দেশে যেতে হবে, এমন কথা নেই। পড়শি ভারতেও অনেক বন্ধু, শুভাকাঙ্ক্ষী আছেন। ইচ্ছে করে, তাঁরা আসুন বা আমরা তাঁদের কাছে যাই। এই জায়গাটা অনেক দিন ধরেই বন্ধ।’

ভিসা জটিলতায় দুই বাংলার শিল্পীদের কাজে বিঘ্ন ঘটায় কষ্ট পেয়েছেন তমা, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের অনেক শিল্পী ভিসা জটিলতার কারণে ভারতে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যখন কাজ করতে পারেননি। কলকাতার অনেক শিল্পীও একই ভাবে বঞ্চিত। এটা আমাদের কাছে খুবই কষ্টের। কারণ, চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে থাকি।’

তাই তমার চাওয়া, আগামী দিনে ভিসা সংক্রান্ত সমস্যার কারণে যেন কোনো শিল্পীকে কাজ না হারাতে হয়।

কেকে/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

এরদোয়ান কে নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

বিনোদন দুনিয়ার ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি: তমা মির্জা

আপডেট সময় : ০৬:০২:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে। তার অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেঁটে তাকে বিভিন্ন ‘ট্যাগ’ দিচ্ছেন একশ্রেণির মানুষ।

আবার জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সামাজিক মাধ্যমে তার প্রতিবাদী ভূমিকার কারণে ফারুকীর পক্ষেও দাঁড়াচ্ছেন কেউ কেউ। এই যখন পরিস্থিতি তখন নিজের ‘ভোটটা’ এই নির্মাতাকেই দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকীকে অভিনন্দন জানিয়ে তমা বলেন, ‘আমি রাজনীতি বুঝি না। বিষয়টি থেকে দূরে থাকতেই পছন্দ করি। তার পরেও মনে হয়, বিনোদন দুনিয়ার কোনো ব্যক্তি যদি বিষয়টি বোঝেন, তাহলে তিনি যোগ দিতেই পারেন। সেই জায়গা থেকে ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি।’

ভারতীয় ওই গণমাধ্যমের সঙ্গে আলাপে ভারতের ভিসা নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়টিও এসেছে তমার কথায়, ‘ভিসা জটিলতায় আমি নিজেও ভুগছি। সব সময় কাজের জন্যই যে পড়শি দেশে যেতে হবে, এমন কথা নেই। পড়শি ভারতেও অনেক বন্ধু, শুভাকাঙ্ক্ষী আছেন। ইচ্ছে করে, তাঁরা আসুন বা আমরা তাঁদের কাছে যাই। এই জায়গাটা অনেক দিন ধরেই বন্ধ।’

ভিসা জটিলতায় দুই বাংলার শিল্পীদের কাজে বিঘ্ন ঘটায় কষ্ট পেয়েছেন তমা, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের অনেক শিল্পী ভিসা জটিলতার কারণে ভারতে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যখন কাজ করতে পারেননি। কলকাতার অনেক শিল্পীও একই ভাবে বঞ্চিত। এটা আমাদের কাছে খুবই কষ্টের। কারণ, চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে থাকি।’

তাই তমার চাওয়া, আগামী দিনে ভিসা সংক্রান্ত সমস্যার কারণে যেন কোনো শিল্পীকে কাজ না হারাতে হয়।

কেকে/এমএস