ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এই মুগ্ধতার ব্যাখ্যা হয় না: মেহজাবীন চৌধুরী

ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাট্যাঙ্গনে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক। এ ছাড়া বড় পর্দায়ও অভিনয় করেছেন।

মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ছিল ‘সাবা’। এ সিনেমাটি দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল কানাডার ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। সিনেমাটির সাউথ এশিয়ান প্রিমিয়ার হয়েছিল দক্ষিণ কোরিয়ার বুসানে। চলতি মাসে ইন্দোনেশিয়ার বালিতে অলটারনেটিভ ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শিত হবে।

এরই মধ্যে মেহজাবীনের দ্বিতীয় সিনেমাও আন্তর্জাতিক অঙ্গনেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমার নাম ‘প্রিয়মালতী’। চলতি মাসের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে শুরু হতে যাওয়া ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪’-এ ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “আমার প্রথম সিনেমা ‘সাবা’র জন্য দেশে মুক্তির আগেই দেশের বাইরে থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে মুগ্ধ আমি। আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবা’র প্রতিটি সফলতার পদক্ষেপের সঙ্গে ছিলাম। সাবাতে দর্শকের মুগ্ধতা উপভোগ করেছি স্বচক্ষে। এ মুগ্ধতার ব্যাখ্যা হয় না। এটা যে একজন শিল্পীর জন্য কত বড় প্রাপ্তি, তা আসলে ব্যাখ্যা করে বোঝানো যায় না। অধীর আগ্রহে অপেক্ষা করছি সাবার দেশে মুক্তির। আর এরই মধ্যে আমার দ্বিতীয় সিনেমা ‘প্রিয়মালতী’র জন্যও এলো সুখবর। এ সিনেমারও ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দেশের বাইরে। কায়রো চলচ্চিত্র উৎসবে আমাদের এ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাওয়ার বিষয়টি আমাদের পুরো টিমের জন্যই অনেক গর্বের একটি খবর। আমরা কখনো ভাবিনি যে, বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয়মালতী আন্তর্জাতিক অঙ্গনেও এতটা প্রাসঙ্গিক হবে। এটা সত্যিই আমাদের পুরো টিম এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশাল সাফল্য। ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে দ্রুত মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। দর্শক যেমন সবসময়ই পাশে ছিলেন আমার প্রতিটি কাজে। আমার বিশ্বাস, দর্শক ‘প্রিয়মালতী’ মুক্তির সময়ও আমার এবং আমাদের টিমের পাশে থেকে আমাদের অনুপ্রেরণা দেবেন।”

মেহজাবীন ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

এই মুগ্ধতার ব্যাখ্যা হয় না: মেহজাবীন চৌধুরী

আপডেট সময় : ০৫:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাট্যাঙ্গনে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় নাটক। এ ছাড়া বড় পর্দায়ও অভিনয় করেছেন।

মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ছিল ‘সাবা’। এ সিনেমাটি দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল কানাডার ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। সিনেমাটির সাউথ এশিয়ান প্রিমিয়ার হয়েছিল দক্ষিণ কোরিয়ার বুসানে। চলতি মাসে ইন্দোনেশিয়ার বালিতে অলটারনেটিভ ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি প্রদর্শিত হবে।

এরই মধ্যে মেহজাবীনের দ্বিতীয় সিনেমাও আন্তর্জাতিক অঙ্গনেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমার নাম ‘প্রিয়মালতী’। চলতি মাসের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে শুরু হতে যাওয়া ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪’-এ ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

বিষয়টি নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, “আমার প্রথম সিনেমা ‘সাবা’র জন্য দেশে মুক্তির আগেই দেশের বাইরে থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে মুগ্ধ আমি। আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবা’র প্রতিটি সফলতার পদক্ষেপের সঙ্গে ছিলাম। সাবাতে দর্শকের মুগ্ধতা উপভোগ করেছি স্বচক্ষে। এ মুগ্ধতার ব্যাখ্যা হয় না। এটা যে একজন শিল্পীর জন্য কত বড় প্রাপ্তি, তা আসলে ব্যাখ্যা করে বোঝানো যায় না। অধীর আগ্রহে অপেক্ষা করছি সাবার দেশে মুক্তির। আর এরই মধ্যে আমার দ্বিতীয় সিনেমা ‘প্রিয়মালতী’র জন্যও এলো সুখবর। এ সিনেমারও ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দেশের বাইরে। কায়রো চলচ্চিত্র উৎসবে আমাদের এ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাওয়ার বিষয়টি আমাদের পুরো টিমের জন্যই অনেক গর্বের একটি খবর। আমরা কখনো ভাবিনি যে, বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয়মালতী আন্তর্জাতিক অঙ্গনেও এতটা প্রাসঙ্গিক হবে। এটা সত্যিই আমাদের পুরো টিম এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশাল সাফল্য। ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে দ্রুত মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। দর্শক যেমন সবসময়ই পাশে ছিলেন আমার প্রতিটি কাজে। আমার বিশ্বাস, দর্শক ‘প্রিয়মালতী’ মুক্তির সময়ও আমার এবং আমাদের টিমের পাশে থেকে আমাদের অনুপ্রেরণা দেবেন।”

মেহজাবীন ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।