নিজেকে যেন ক্রমশই ছাড়িয়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটার জো রুট। সাদা পোশাকের ক্রিকেটে বর্তমানে সময়ের সেরা ব্যাটার হিসেবে তার নাম উচ্চারণ করা যায় অনায়াসেই। কোভিড পরবর্তী সময়ে নিজেকে এমনই এক উচ্চতায় নিয়েছেন এই ইংলিশ জেন্টেলম্যান যেখান থেকে তুলনা চলছে কেবল শচীন টেন্ডুলকার কিংবা রিকি পন্টিংয়ের সঙ্গে। এরইমাঝে জানা গেল নতুন খবর।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের অফিসিয়াল ঘোষণায় নিশ্চিত করেছে র্যাঙ্কিংয়ের পয়েন্ট বিবেচনায় সর্বকালের সেরা ২০ টেস্ট ব্যাটারের সঙ্গে নিজের নাম লিখিয়েছেন জো রুট। যে তালিকায় তার সঙ্গে আছেন ডন ব্র্যাডম্যান, স্যার জ্যাক হবস, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সদের নাম।
বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন জো রুট। নামের পাশে রেটিং পয়েন্ট ৯৩২। ২০২১ থেকেই অবশ্য টেস্ট ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিন্ন এক মাত্রায়। পাকিস্তানে প্রথম টেস্টেও ছিলেন দুর্দান্ত। হ্যারি ব্রুকের সঙ্গে ছিল রেকর্ড গড়া ৪৫৪ রানের জুটি। ২৬২ রান করে জো রুট যখন থেমেছেন, ততক্ষণে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন সর্বকালের সেরা ব্রিটিশ টেস্ট ব্যাটসম্যান হিসেবে।
নিহাদ সাজিদ