কুষ্টিয়াতে শুরু হতে যাচ্ছে লালন সাঁইজীর (১৩৪) তম তিরোধান দিবস। আগামী ১৭-১৮ ও ১৯ অক্টোবর ২০২৪ ইং তারিখ পর্যন্ত চলবে লালন মেলা ও সাধুসঙ্গ।
ইতিমধ্যে দেশ- বিদেশের বিভিন্ন স্থান থেকে লালন মাজারে আসতে শুরু করেছে ভক্ত- অনুসারীরা। উক্ত তিরোধান দিবসে মিলিত হবে দেশী – বিদেশি খ্যাতিমান শিল্পীগোষ্ঠী ও সাধু সমাজের অনুসারীরা। ইতোমধ্যে জেলা প্রশাসক কুষ্টিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে লালন মেলাকে কেন্দ্র করে জেলা জুড়ে রয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। লালন মেলা র্নিবিগ্নে ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য কাজ করবে প্রসাশনের বিভিন্ন ইউনিট বলে জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার জনাব মিজানুর রহমান।
সাধুগোষ্ঠীর সাথে কথা বলে জানা গেছে তারা নিরাপত্তার ব্যাপারে আশাবাদী। প্রতিবছরের ন্যায় এবারো তারা লালনের বানী মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই, সম্পীতি ও মুক্তির কথা বলতে চাই। জাতি ধর্ম ভেদাভেদ দূর করে মানুষে মানুষে মানবতার মুক্তির কথা বলতে চাই।
বলা বাহুল্য লালন ছিলেন একজন মরমি সাধক। জীবনে জাতি ধর্মের ভেদাভেদ দূর করে রচনা করেছেন অসংখ্য গান। গানের কথাতেই মানুষকে তার মানবতার মুক্তির কথা বলতেন। জীবনে ২০০০ বেশি গান রচনা করেছেন লালন সাঁইজী এবং তার গানের মৌলিক মুল কথাই ছিল মানবতার মুক্তি।
বাপ্পি, কুষ্টিয়া