মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধিঃ
জুলাই শহীদদের স্মরণে ভোলার চরফ্যাশন উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো দিনব্যাপী জুলাই পূনর্জাগরণ উপলক্ষে এক বিজয় , বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল ৯টা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি,সহকারী পুলিশ সুপার(সার্কেল চরফ্যাশন) মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা একযোগে ১২জন শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো দিনব্যাপী সভা সমাবেশ করেন।
ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে বিকেল সাড়ে ৪ টা কয়েক লাখ নেতাকর্মী বিজয় ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে শহরে উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ার চত্তরে জনসভা প্রধান অতিথি বার বারের নির্বাচিত সংসদ সদস্য নাজিম আলম বলেন-ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। এখন মানুষ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে।
ওই সময় চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা সাবেক যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,সেচ্ছাসেবক দল সভাপতি মীর সায়েদুর রহমান সায়েদ, সাবেক যুবদল সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক সামসুদ্দিন কাউস ও শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ১০টায় কেন্দ্রীয় খাসমহল চত্তর থেকে ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা)আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ.এম.এম. কামাল উদ্দিন কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরের উল্লেখযোগ সড়কে গণ মিছিল করে মসজিদ চত্তরে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। আছরবাদ ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের জামায়াতে ইসলামী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফা কামালের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী গণ ও বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে মোস্তফা কামাল বক্তৃতা করেন। সন্ধ্যা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএস