ওমর ফারুক, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
বাঘাইছড়ি (রাঙামাটি), ২২মে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূল) সমর্থিত সন্ত্রাসী বাবুধন চাকমার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বাঘাইহাট বাজার এলাকায় দিঘীনালা-সাজেক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাবুধন চাকমা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের মিছিল ও সমাবেশে বাধ্য করছেন। বক্তারা বলেন, “এই ব্যক্তি প্রশাসনকে তুচ্ছজ্ঞান করে চলাফেরা করেন। প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, ‘আমার দলের সশস্ত্র সদস্যদের সঙ্গে যোগাযোগ আছে, কেউ আমার কিছু করতে পারবে না।’”
স্থানীয়দের অভিযোগ, বাবুধনের কারণে সাজেক অঞ্চলে সাধারণ মানুষের জীবনযাপন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা আরও জানান, এই অবস্থায় প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ এবং তা সন্ত্রাসীদের উসকে দিচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বাবুধন চাকমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে তারা সাজেক থানা ও বাঘাইহাট সেনা জোন ঘেরাওসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইউপিডিএফ (মূল) ও অন্যান্য সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার অভিযোগ দীর্ঘদিনের। এতে করে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ বসবাস মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সূত্র: পাহাড়ের আলো
এমএস