গোদাগাড়ী প্রতিনিধিঃ
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক স্পোর্টিং ক্লাব গঠন করার উদ্যােগ গ্রহন করা হয়েছে। অর্থাৎ সর্বমোট ৮১ টি ওয়ার্ড ভিত্তিক স্পোর্টিং ক্লাব থাকবে। প্রত্যেক ইউনিয়নের আন্ত:ওয়ার্ড খেলা প্রতিযোগিতার আয়োজন থাকবে। ওয়ার্ড চ্যাম্পিয়নদের নিয়ে আন্ত:ওয়ার্ড প্রতিযোগিতা হবে। আন্ত:ওয়ার্ড প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়ান দল/একক আন্ত: ইউনিয়ন ভিত্তিক প্রতযোগিতায় খেলবে।সর্বশেষ উপজেলা পর্যায়ে আন্ত:ইউনিয়ন প্রতিযোগিতার মাধ্যমে খেলার সমাপনী করা হবে।
এই প্রতিযোগিতার বৈশিষ্ট্য হবে: যে, যে খেলায় পারদর্শি, সে সেই খেলায় একক বা দল গঠনের সুযোগ পাবে ও প্রতিযোগীতায় অংশগ্রহন করবে।
উপজেলা পর্যায়ে ভাল খেলোয়ার (একক/দল) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।এরকম আয়োজন পর্যায় ভিত্তিক চলমান থাকবে বলে জনান, উপজেলা কর্মকর্তা।
আর আয়োজনকে আরো সুন্দর করার জন্য ইউনিয়ন ভিত্তিক ৯ টি মাঠ প্রস্তুতির ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কর্মকর্তা সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।তিনি আরোও বলেন,”আসুন মাদক ও বাল্য বিবাহকে না বলি”।
এমএস