পাকিস্তানের সশস্ত্র বাহিনী বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো ২৫টি ইসরাইলি হেরপ ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের ‘সফট-কিল’ (প্রযুক্তিগত) ও ‘হার্ড-কিল’ (অস্ত্রশস্ত্রের ব্যবহার) দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো ২৫টি ইসরাইলি হেরপ ড্রোন গুলি করে নামিয়েছে।
সেনাবাহিনী আরও বলেছে, ৬ মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পালটা প্রতিক্রিয়ায় দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে।
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরাইলি ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে। শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনা নস্যাতে পাকিস্তান সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে। যেকোনো আগ্রাসনের মোকাবিলা ও জাতির সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম।
এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত অন্তত ১৬ ভারতীয় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের মর্টার ও আর্টিলারি হামলা বন্ধ করতে ভারত বাধ্য হয়ে পালটা জবাব দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান থেকে চালানো মর্টার ও গোলাবর্ষণ বন্ধ করতে বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানায় ভারত।
সীমান্ত অঞ্চলে এ ধরনের সংঘর্ষে উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত।
কেকে