বর্তমান জেনারেশনের কাছে জন্মদিন মানেই কেক কাটা, হই-হুল্লোর করা এগুলোই। কখনো কি ভেবেছেন কোথায় এর সূচনা ? কারা শুরু করেছিল ফুঁ দিয়ে মোমবাতি নিভানো এবং কেককাটা ? কেনই বা শুরু হয়েছিল এ প্রথা?
এ প্রথার উৎপত্তি ঘটে প্রাচীন গ্রীসে। প্রাচীনকালে গ্রীকরা দেবী আর্তেমিসের জন্মদিনে কেক কাটত। সেই জন্মদিনের কেক যেন চাঁদের মত জ্বলজ্বল করে, সেজন্য কেকের গায়ে বসানো হতো অনেকগুলো জ্বলন্ত মোমবাতি । গ্রীকরা ভাবত দেবী আর্তেমিস তাদের এই কেক উপর থেকে দেখতে পাচ্ছেন। এরপর সবাই মিলে প্রার্থণা করে ফুঁ দিয়ে নিভিয়ে দিত মোমবাতিগুলো।
পরবর্তীতে এই প্রথা ছড়িয়ে পড়ে সারা বিশ্বব্যাপী। জন্মদিন এলেই সবাই ব্যাস্ত হয়ে যায় কেক এবং মোমবাতি নিয়ে। তবে এই জন্মদিন দেবী আর্তেমিসের নয়।
ইয়ামিন