ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

কিছু কিছু রাজনৈতিক দল ও মহল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শামসুজ্জামান দুদু বলেন, হাসিনা চায় নির্বাচন না হোক। ফলে সব ষড়যন্ত্র রুখে দিতে আমাদের আরও তৎপর হতে হবে।

গণতন্ত্র থেকে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। অথচ কেউ কেউ বলছে, এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়েছে। এমন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরণ করতে হলে নির্বাচন করে একটা দল ক্ষমতায় আসতে হবে। দেশবাসী যাকে পছন্দ করবে সেই দল ক্ষমতায় আসবে।

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

শহরের ব্যস্ততম ‘পুরাতন রূপসা রোড’ এখন যেন ময়লার ভাগাড়

কিছু রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে : শামসুজ্জামান দুদু

আপডেট সময় : ০৮:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

কিছু কিছু রাজনৈতিক দল ও মহল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শামসুজ্জামান দুদু বলেন, হাসিনা চায় নির্বাচন না হোক। ফলে সব ষড়যন্ত্র রুখে দিতে আমাদের আরও তৎপর হতে হবে।

গণতন্ত্র থেকে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। অথচ কেউ কেউ বলছে, এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়েছে। এমন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরণ করতে হলে নির্বাচন করে একটা দল ক্ষমতায় আসতে হবে। দেশবাসী যাকে পছন্দ করবে সেই দল ক্ষমতায় আসবে।

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।

কেকে