ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শামছুল আলম বলেছেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো আধুনিক, প্রায়োগিক, ধর্মীয় ও নৈতিকতার সমন্বয়ে সম্মিলিত শিক্ষা ব্যবস্থা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মাদ্রাসার অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ-২০২৫’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য মাদ্রাসার অধ্যক্ষদের উদ্দেশ করে বলেন, আপনাদের মূল কাজ হলো মাদ্রাসাগুলোতে ঠিকমতো পাঠদান কার্যক্রম পরিচালনা করা। সত্যিকারের দেশ, জাতি ও উম্মার নেতৃত্ব দিতে পারে এমন মেধাবী ও ডায়নামিক জনবল তৈরি করা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এএসএম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ।
কেকে