ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে শুরু মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা

ছবি : সংগৃহীত

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ।

মেলায় হস্তশিল্প, কুটির শিল্পজাত পণ্য, বস্ত্র, প্রসাধনী, কসমেটিকসসহ নানাবিধ পণ্যের প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে। স্থানীয় উদ্যোক্তার পাশাপাশি জাতীয় পর্যায়ের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করছেন এ বাণিজ্য আয়োজনে।

শুধু বাণিজ্য নয়, পরিবার ও শিশু-কিশোরদের বিনোদনের জন্যও রয়েছে নানা আয়োজন। মেলায় রয়েছে নাগরদোলা, পুতুল নাচ, খেলাধুলার বিভিন্ন আয়োজন ও মুখরোচক খাবারের স্টল, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, এই মেলার মাধ্যমে একদিকে যেমন স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রসার ঘটবে, তেমনি উদ্যোক্তাদের জন্য তৈরি হবে নতুন ব্যবসায়িক সুযোগ। দীর্ঘ এক মাসব্যাপী এ আয়োজন জয়পুরহাটবাসীর জন্য হবে উৎসবের এক নতুন মাত্রা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে শুরু মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা

আপডেট সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ।

মেলায় হস্তশিল্প, কুটির শিল্পজাত পণ্য, বস্ত্র, প্রসাধনী, কসমেটিকসসহ নানাবিধ পণ্যের প্রায় ৪০টি স্টল স্থান পেয়েছে। স্থানীয় উদ্যোক্তার পাশাপাশি জাতীয় পর্যায়ের ব্যবসায়ীরাও অংশগ্রহণ করছেন এ বাণিজ্য আয়োজনে।

শুধু বাণিজ্য নয়, পরিবার ও শিশু-কিশোরদের বিনোদনের জন্যও রয়েছে নানা আয়োজন। মেলায় রয়েছে নাগরদোলা, পুতুল নাচ, খেলাধুলার বিভিন্ন আয়োজন ও মুখরোচক খাবারের স্টল, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, এই মেলার মাধ্যমে একদিকে যেমন স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রসার ঘটবে, তেমনি উদ্যোক্তাদের জন্য তৈরি হবে নতুন ব্যবসায়িক সুযোগ। দীর্ঘ এক মাসব্যাপী এ আয়োজন জয়পুরহাটবাসীর জন্য হবে উৎসবের এক নতুন মাত্রা।

এমএস