মনিরুল ইসলাম ডাবলু,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন উপজেলা হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেদয়ানুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাবিবুর ইসলাম খান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন,অতিরিক্ত উপপরিচালক(উদ্ভিদ সংরক্ষণ) কল্যান প্রসাদ পাল,পার্টনার পৌগামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ।
উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন বলেন,কৃষি সম্প্রসারণ বিভাগ সকল কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কৃষকদের ট্রেনিং,বীজ প্রদানসহ বিভিন্ন সহায়তা প্রদান,নিরাপদ ফসল উৎপাদনে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।
এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাজ্জাদ হোসাইন,নাহিদুল ইসলাম নাহিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমারসহ কৃষক – কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
এমএস