সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকায় বিপ্লবী ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিব মন্ডলকে আহ্বায়ক ও মোঃ জিনাত হোসাইনকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আজ শনিবার ১৯ ই এপ্রিল বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান সাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ,
যুগ্ম-আহ্বায়ক সালমান ফারসী,
আব্দুল্লাহ আল মাহমুদ ও কাজী হাসিব;
সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান,
সহকারী সদস্য সচিব আবদুর রহমান,
রুকুনুজ্জামান ও আব্দুল্লাহ আল সোহাগ;
সদস্য রিয়াজ, মো: ইব্রাহিম, ইকবাল হোসাইন, মো: নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম ও রেদোয়ান মাহি।
সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক রাকিব মন্ডল বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকব। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব করা হবে।
সদস্য সচিব মোঃ জিনাত হোসাইন বলেন, শিক্ষার পাশাপাশি আদর্শ রাজনৈতিক চর্চাও গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে কাজ করব এবং যেকোনো সমস্যায় তাদের পাশে থাকব।
এমএস