ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সংবাদ সম্মেলন

ছবি : সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি:

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ মার্চ (শনিবার) সারাদেশের মতো শরীয়তপুরেও প্রথম রাউন্ডের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। জেলার ছয়টি উপজেলায় ১ হাজার ৬৬৬টি ক্যাম্পের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার ৮৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ১৫০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৯ হাজার ৭০৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৬০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সিভিল সার্জন মো. রেহান উদ্দিন। এছাড়া, সভা পরিচালনা করেন জেলা ইপিআই তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক।

সিভিল সার্জন মো. রেহান উদ্দিন জানান, “ভিটামিন ‘এ’ অপুষ্টি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শিশুর রাতকানা রোগসহ বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে সাহায্য করে। আমরা নিশ্চিত করতে চাই, কোনো শিশু যেন এই কার্যক্রম থেকে বাদ না পড়ে।”

এই ক্যাম্পেইনের মাধ্যমে শরীয়তপুরের প্রতিটি শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শরীয়তপুর প্রতিনিধি:

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ মার্চ (শনিবার) সারাদেশের মতো শরীয়তপুরেও প্রথম রাউন্ডের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। জেলার ছয়টি উপজেলায় ১ হাজার ৬৬৬টি ক্যাম্পের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার ৮৫৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ১৫০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৯ হাজার ৭০৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৬০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শরীয়তপুরের সিভিল সার্জন মো. রেহান উদ্দিন। এছাড়া, সভা পরিচালনা করেন জেলা ইপিআই তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক।

সিভিল সার্জন মো. রেহান উদ্দিন জানান, “ভিটামিন ‘এ’ অপুষ্টি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শিশুর রাতকানা রোগসহ বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে সাহায্য করে। আমরা নিশ্চিত করতে চাই, কোনো শিশু যেন এই কার্যক্রম থেকে বাদ না পড়ে।”

এই ক্যাম্পেইনের মাধ্যমে শরীয়তপুরের প্রতিটি শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এমএস