নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ- বিএনপির দফায় দফায় সংঘর্ষে ৩জন আহত হয়েছেন।
শনিবার (০১ মার্চ ) সন্ধ্যা সাতটা হইতে রাত দশটা পর্যন্ত সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন,
১।মোঃ ইউনুস আলী (৪০),পিতা মৃত হারান আলী, ২। মোঃ সায়বর রহমান (৪২),পিতা মৃত আবুল হোসেন, ৩। মোঃ মাসুদ রানা পিতা আনোয়ার হোসেন, সর্ব সাং কান্তনগর, থানা সিংড়া, জেলা নাটোর।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ বিএনপির দফায় সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত দুইজন কে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ও ঘটনাস্থল হতে আহত মাসুদ রানাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত ইউনুস ও মাসুদ রানা বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আরেকজন সায়বর রহমান কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এমএস