এমএ হালিম,সুনামগঞ্জ সদর উপজেলাপ্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে গণধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার দুপুরের শহরের বালুরমাঠের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।এসময় বিক্ষোভ মিছিলে হত্যাকারীদের বিচারের দাবি সহ শেখ হাসিনা সরকারের পুনর্বাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন তারা।এসময় সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারীদের অতি দ্রুত বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানায় তারা।তাছাড়া যারা আওয়ামী লীগ সরকারের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান নেতাকর্মীরা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, সদর উপজেলার গণ অধিকার আহ্বায়ক মুশাহিদ মিলটন,জেলা যুবর সাবেক আহ্বায়ক হান্নান আকাশ, জেলা যুবর সভাপতি মুজাহিদ আলী খোকন, জেলা গণঅধিকার সাধারণ সম্পাদক বারি সিদ্দিকী, জেলা গণঅধিকার সভাপতি আলী আসগর প্রমুখ।
এমএস